আজকাল ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া বর্ডার গাভাসকার ট্রফি একেবারেই ভাল যায়নি ভারত অধিনায়ক রোহিত শর্মার জন্য। তাঁর ফর্ম এতটাই খারাপ গিয়েছে যে সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন হিটম্যান। অস্ট্রেলিয়াতে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর ভারত অধিনায়ক রোহিত শর্মাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে ফিরে আসার জন্য। এমনকি, প্রাক্তন ক্রিকেটার কিংবদন্তি সুনীল গাভাসকার অসন্তোষ প্রকাশ করেছিলেন সিনিয়র খেলোয়াড়দের রঞ্জি ট্রফি এড়িয়ে যাওয়ার প্রবণতা নিয়ে। বিজিটিতে হারের পর ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর জানান, দেশের খেলা না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক ক্রিকেটারদের।
এই পরিস্থিতিতে বিজিটি শেষের এক সপ্তাহ পর রোহিত শর্মা মুম্বাই রঞ্জি দলের অনুশীলনে যোগ দিলেন। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স মাঠে মঙ্গলবার মুম্বাই দলের অনুশীলনে রোহিতকে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, নেটে ব্যাট করছেন রোহিত, অন্য প্রান্তে রয়েছেন মুম্বাই অধিনায়ক অজিঙ্ক রাহানে। স্লিপে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন ফিল্ডারও। অনুমান করা যাচ্ছে, ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে নিজেকে স্বাচ্ছন্দ্য করে তুলছেন রোহিত। অস্ট্রেলিয়ায় বারবার তাঁকে নাকানিচোবানি খেতে হয়েছে।
সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চলতি বছরের মাঝামাঝি ইংল্যান্ড সফর রয়েছে ভারতের। সবদিক মাথায় রেখেই প্রস্তুতিতে নেমে পড়েছেন হিটম্যান। উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি মুম্বাই রঞ্জি ট্রফির দ্বিতীয় লেগে জম্মু ও কাশ্মীরের মুখোমুখি হবে। তবে রোহিত এই ম্যাচ খেলবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। অন্যদিকে, শুভমান গিল পাঞ্জাবের হয়ে কর্ণাটকের বিপক্ষে রঞ্জি ম্যাচে অংশ নেবেন বলে জানা গেছে। রোহিত শর্মা শেষ রঞ্জি ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বর মাসে। উত্তরপ্রদেশের বিপক্ষে সেই ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি।
