আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত শিল্পপতি রতন টাটা। তার মৃত্যুতে শোকস্তব্ধ সমস্ত জগত। ব্যতিক্রম নয় ক্রীড়া জগতও। টানা দু’বার অলিম্পিকে পদকজয়ী নীরজ চোপড়া থেকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা থেকে সূর্যকুমাররা শোকজ্ঞাপন করেছেন। রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সোনায় মোড়া হৃদয় ছিল তাঁর। যারা অন্যের কথা ভাবে ও বাঁচে, তাঁদের মনে আপনি সারাজীবন থেকে যাবেন স্যর।’ নীরজ চোপড়া বলেছেন, ‘রতন টাটার মৃত্যুর খবর শুনে মর্মাহত। ওনার সঙ্গে একবার কথা বলার সুযোগ হয়েছিল। সেই মুহূর্ত কখনও ভুলব না। গোটা দেশের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা।’ সূর্যকুমার যাদব বলেছেন, ‘একটা যুগের সমাপ্তি। আপনি দেশবাসীর হৃদয়ে থাকবেন। শান্তিতে থাকুন স্যর।’ বীরেন্দ্র শেহবাগ বলেছেন, ‘ভারত একজন সত্যিকারের রত্ন হারাল। ওনার জীবন আমাদের সবার কাছে অনুপ্রেরণা। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন স্যর।’
এছাড়া টাটা সন্সের বর্তমান চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বিবৃতিতে বলেছেন, ‘টাটা গ্রুপের চেয়ারপার্সনের থেকেও অনেক বেশি কিছু ছিলেন তিনি। উনি ছিলেন মেন্টর, গাইড ও বন্ধু। ওনার অনুপ্রেরণা আমাদের পাথেয়। দেশের জন্য ওনার অবদান ভোলার নয়। উনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন। সমাজের জন্য উনি যা করেছেন তা উদাহরণ হয়ে থেকে যাবে।’
