আজকাল ওয়েবডেস্ক: স্প্যানিশ লেজেন্ড ইকের ক্যাসিলাসের সঙ্গে হঠাৎই সাক্ষাৎ হল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার। বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ জয়ের পর বর্তমানে পরিবারের সঙ্গে আবুধাবিতে ছুটি কাটাচ্ছেন রোহিত। সেখানেই এনবিএ আবুধাবি গেমসে কিংবদন্তি স্প্যানিশ গোলকিপার ইকের ক্যাসিলাসের সঙ্গে দেখা হয় রোহিতের। ভারত অধিনায়কের সঙ্গে এই ইভেন্টে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী রিতিকা সাজদেও। ক্যাসিলাসের সঙ্গে দেখা করে তাঁর সঙ্গে একটি ছবিও তোলেন রোহিত। সেটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ক্রিকেট এবং ফুটবলের এই ক্রসওভারে আনন্দ প্রকাশ করেছেন নেটিজেনরা। ক্রীড়া জগতের দুই লেজেন্ডকে একসঙ্গে দেখতে পেয়ে তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ম্যাচের সময় রোহিত ক্যাসিলাসের সঙ্গে দেখা করেন এবং দুজনেই একসঙ্গে একটি ছবির জন্য পোজ দেন, যা ফুটবল এবং ক্রিকেট বিশ্বের এই মেলবন্ধনে ভক্তদের মাতিয়ে তোলে। ফুটবলের জগতে ক্যাসিলাসকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গোলকিপার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
তাঁর নেতৃত্বেই স্পেন ২০০৮ সালে ইউরো এবং ২০১০ সালে জিতেছিল। অন্যদিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মা বর্তমানে বাংলাদেশ বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর ছুটি উপভোগ করছেন। বাংলাদেশকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে ভারত। এর ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন রোহিত শর্মারা। চেন্নাই এবং কানপুরে অনুষ্ঠিত দুটি টেস্ট ম্যাচ জিতেছে ভারত। বিশেষ করে কানপুরের গ্রিন পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে প্রায় আড়াই দিন বৃষ্টি হওয়া সত্ত্বেও ভারত রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে।
