আজকাল ওয়েবডেস্ক: পারথে দেখা গেল না রোহিত রোশনাই। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা হিটম্যানের। বুকের উপরে বসে থাকা জগদ্দল পাথরটাকে সরাতে হলে পারথে দরকার ছিল ধুন্ধুমার এক ইনিংস। তাঁকে নিয়ে তৈরি হওয়া প্রশ্ন, অচলায়তন সব ভেঙে দিতেন মুম্বইকর। নির্বাচকদের দিকে আঙুল তুলে বলতে পারতেন, ''কোথায় আমার ফর্ম খারাপ? আমার ব্যাটে তো এখনও রান আছে। তোমরা আমাকে খেলতে দেবে না।'' কলার তুলে চোখে চোখ রেখে বলার মতো সুযোগ প্রথম ওয়ানডে দিল না রোহিতকে। ১৪ বল টিকলেন। মাত্র ৮ রানে ফিরতে হল তাঁকে। মেরেছেন একটি বাউন্ডারি। হ্যাজলউডের বলটা রোহিতের ব্যাটে চুম্বন করে চলে গেল দ্বিতীয় স্লিপে দাঁড়ানো রেনশ-র কাছে। ১৩ রানে ভারত হারাল তার তারকা ব্যাটারকে। অধীর আগ্রহে ভারতীয় সমর্থকরা অপেক্ষা করেছিলেন কোহলির জন্য। বিরাট নামলেন। কিন্তু রোহিতকে ঠেলে দিলেন আরও অন্ধকারে। 

আরও পড়ুন: 'একটা মিসের প্রতিদান দেব দশটা খেতাব জিতে', পেনাল্টি নষ্টের দায় স্বীকার করে বড় প্রতিজ্ঞা জয় গুপ্তার ...

সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা গিয়েছিল রো–কো জুটিকে। সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক ঘটছে নীতীশ কুমার রেড্ডির। কিন্তু সবার নজর তো ছিল মুম্বইকরের দিকে। তিনি কী করেন, তাঁর ব্যাট কীভাবে জবাব দেয়, সেগুলো দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ। বহিরঙ্গে রোহিতের প্রতিপক্ষ মিচেল স্টার্ক, হ্যাজলউডরা। আসলে লড়াই তো অজিত আগরকর, গৌতম গম্ভীরদের সঙ্গে। প্রথম ওয়ানডে-তে রোহিত সেই লড়াইয়ে হেরে গেলেন। তবে তাঁর হাতে এখনও দুটো ম্যাচ রয়েছে। সেই দুটো ম্যাচে কি হিটম্যান জ্বলে উঠতে পারবেন? পারবেন কি রোহিত নির্বাচকদের জবাব দিতে? 

সকাল থেকে টেলিভিশন সেট খুলে ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলেন রোহিতকে দেখবেন বলে। কিন্তু মাত্র আট রানে লড়াই শেষ হওয়ায় এবার বিষ দাঁত বের করবেন নিন্দুকরা। সমালোচনা ধেয়ে আসবে। বেচারি রোহিত শর্মা হবেন ক্ষতবিক্ষত। রক্তাক্ত। 

বেশ কয়েকবছর আগের কথা। মাঝেরহাটে রোহিতের গুরু দীনেশ লাড এসেছেন। দীনেশ লাড বলেছিলেন, কোচিং জীবনে দুবার মেরেছিলেন তাঁর শিষ্যদের। একবার রোহিতকে। আর দ্বিতীয়বার তাঁর ছেলে সিদ্ধেশ লাডকে।

দীনেশ গল্প বলে চলেন, ''জানেন তো, মুম্বইয়ের ক্রিকেটমহলে প্রচলিত রয়েছে, উইকেট ছুড়ে দিয়ে আসা একেবারেই চলবে না। ভাল ডেলিভারিতে আউট হলে অন্য কথা। কিন্তু, খারাপ বলে আউট হওয়া মহা অপরাধ। রোহিত তখন স্কুলের ছাত্র। এগারো-বারো বছর বয়স হবে। একটা ম্যাচে নিজের উইকেট ছুড়ে দিয়ে এল। ম্যাচটা ছিল কোয়ার্টার ফাইনাল। রোহিতের স্কুল স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলও জয়ের দোরগোড়া থেকে ফিরে এল। ম্যাচটা হারতে হয়েছিল। রোহিতের আউট হওয়ার ধরন দেখে আমি নিজেকে স্থির রাখতে পারিনি। রোহিতের কানের পাশে কষিয়ে একটা চড় মেরে বসলাম।’’ পারথে হ্যাজলউডে যে বলে আউট হলেন রোহিত, তা দেখে দীনেশ লাড কী বলবেন জানার অপেক্ষায় রইলাম। 

রোহিত শর্মা হয়তো ভারতীয় ক্রিকেটের কর্ণ? হয়তো তাই। হয়তো নয়। তাঁর প্রতিভা প্রশ্নাতীত। অথচ বীরপুজো তো তাঁকে নিয়ে হয় না! তিনি রেকর্ড গড়বেন, রেকর্ড ভাঙবেন, ম্যাচ জিতবেন, ম্যাচ জেতাবেন, সেঞ্চুরি করবেন, ছক্কা মারবেন, ফর্ম দেখাবেন...কিন্তু ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল গলে গেলেই গোটা ভারতবর্ষ চিৎকার করে বলবে, ''রোহিত শর্মা, আপনার থেকে যে আরও অনেককিছু আশা করেছিলাম।'' 

প্রত্যাশা মেটে না। রোহিত পারেন না দেশের এই অনন্ত প্রত্যাশার খিদে মেটাতে। কিন্তু রোহিত বাকি দুটি ম্যাচে যে পারতে আপনাকে হবেই। নইলে আপনার রথের চাকা যে ওরাই থামিয়ে দেবেন। 

আরও পড়ুন: টস হারলেন গিল, শুরুতেই ব্যাট করতে দেখা যাবে বিরাট-রোহিতকে