আজকাল ওয়েবডেস্ক: শনিবার দুপুর সাড়ে বারোটায় বিসিসিআইয়ের সদর দপ্তরে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সেই দল ঘোষণা করা হল প্রায় আড়াই ঘণ্টা পরে। দুপুর তিনটের সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হল। 

এই দল ঘোষণার আগে রোহিত শর্মা ও অজিত আগরকরের মধ্যে কথোপকথন নিয়ে রীতিমতো জল্পনা তৈরি হয়। রোহিত বুঝতে পারেননি মাইক্রোফোন অন রয়েছে। মুখ্য নির্বাচক অজিত আগরকরের উদ্দেশে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ''আমাকে আরও দু' ঘণ্টা অপেক্ষা করতে হবে। বোর্ড সচিবের সঙ্গে আলোচনা করতে হবে। এসব ফ্যামিলি ট্যামিলির ব্যাপার...। এখন সবাই আমাকে জিজ্ঞাসা করছে।'' 

?ref_src=twsrc%5Etfw">January 18, 2025

 

রোহিতের সঙ্গে আগরকরের এই কথোপকথনের ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেকেই জল্পনা করতে শুরু করেন, পরিবার নিয়ে ভারতীয় বোর্ডের ফতোয়ার জন্যই হয়তো সতীর্থ  ক্রিকেটাররা রোহিত শর্মার কাছে বিষয়টা পরিষ্কার করে জানতে চাইছেন। ক্রিকেটারদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে হিটম্যানকে। তিনিও হয়তো গোটা বিষয়টি নিয়ে পরিষ্কার নন। তাই আগরকরকে বলছেন, আরও ঘণ্টা দুয়েক আমাকে অপেক্ষা করতে হবে। আসলে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে আলোচনা করে বোর্ডের নতুন ফতোয়া নিয়ে পরিষ্কার হতে চাইছেন রোহিত।  

রোহিত ও আগরকরের কথোপকথন সেই ইঙ্গিতই কিন্তু দিচ্ছে। হিটম্যান হয়তো আগরকরকে বলছিলেন, পরিবার নিয়ে যে নিয়ম চালু করা হয়েছে, সেই বিষয়ে তাঁকে জবাবদিহি করতে হচ্ছে। সাংবাদিক বৈঠক হয়ে গেলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন। আর তার জন্যই হয়তো রোহিতকে আরও ঘণ্টা দুয়েক অপেক্ষা করতে হবে। 

সাংবাদিক বৈঠকে অবশ্য রোহিতের দিকে উড়ে আসে প্রশ্ন। যার উত্তরে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ''এই বিষয়ে কি বোর্ড সরকারি ভাবে কিছু জানিয়েছে?'' আগরকরের সঙ্গে রোহিতের কথাবার্তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তা নিয়েই চর্চা চলছে।