আজকাল ওয়েবডেস্ক:‌ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে রান পেয়েছেন রোহিত শর্মা। তিন ম্যাচের সিরিজে একটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন। আর তারই সুবাদে শুভমান গিলকে টপকে গিয়েছেন রোহিত। 


অস্ট্রেলিয়া সিরিজে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েছেন বর্তমান ভারত অধিনায়ক শুভমান গিলকে। অজিদের বিরুদ্ধে রান না পাওয়ায় গিল শীর্ষস্থান থেকে নেমে গেলেন তৃতীয় স্থানে।

 

আরও পড়ুন:‌ প্রথম একাদশে নেই অর্শদীপ, শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করল ভারত


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচে ২০২ রান করেছেন রোহিত শর্মা। গড় ১০১। সিরিজের সর্বাধিক স্কোরার তিনি। সিরিজের সেরার খেতাবও তিনিই পেয়েছেন। ওই অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার হিসাবে আইসিসি ক্রমতালিকায় দু’ধাপ উঠে শীর্ষস্থানে উঠে এসেছেন হিটম্যান। রোহিতের সংগ্রহ ৭৮১ রেটিং পয়েন্ট। ওই শীর্ষস্থানে এতদিন ছিলেন ভারতের বর্তমান ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। কিন্তু তিনি নেমে এলেন তৃতীয় স্থানে।


এদিকে, আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডেতে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসে রোহিত অনবদ্য রেকর্ড গড়লেন। ৩৮ বছর ১৮২ দিন বয়সে শীর্ষস্থানে চলে এলেন। তিনিই সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসাবে আইসিসির ক্রমতালিকায় শীর্ষস্থান পেলেন। ব্যাটার হিসেবে। এর আগে মহম্মদ নবি ৩৮ বছর বয়সেই টি–টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন।

 

আরও পড়ুন:‌ ক্যানবেরায় বৃষ্টির ভ্রুকুটি, পুরো ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা 


এদিকে, ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। গিল তৃতীয় স্থানে। অন্য ভারতীয়দের মধ্যে বিরাট কোহলি একধাপ নেমে ৬ নম্বরে রয়েছেন। শ্রেয়স আইয়ার ৯ নম্বর স্থানে। একধাপ উঠেছেন তিনি। লোকেশ রাহুল রয়েছেন ১৪ তম স্থানে।
চারে আছেন বাবর আজম। পাঁচে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।