আজকাল ওয়েবডেস্ক:‌ ফের শীর্ষস্থানে চলে এলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগেই। কোনও ম্যাচ না খেলেই নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলকে একধাপ পিছনে ফেলে দিলেন রোহিত। একদিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন বিরাট কোহলি।


এটা ঘটনা মাত্র এক সপ্তাহের জন্য এক নম্বর থেকে সরতে হয়েছিল হিটম্যানকে। মাত্র এক পয়েন্টের জন্য ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হাতছাড়া হয় রোহিতের। ৭৮২ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে আসেন নিউজিল্যান্ডের মিচেল। ১৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৮ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। সেই দুরন্ত ইনিংসের পুরস্কারস্বরূপ ওয়ানডে ক্রমতালিকায় মিচেল উঠে আসেন প্রথম স্থানে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি। তার ফলেই র‌্যাঙ্কিংয়ে নেমে গেলেন মিচেল। আর কোনও ম্যাচ না খেলেই ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেলেন হিটম্যান। অস্ট্রেলিয়া সিরিজে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ আইসিসি ওয়ানডে ক্রমতালিকায় দাপট ধরে রেখেছিলেন তিনি। তাই মাত্র সাতদিনের ব্যবধানেই ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রোহিত। এদিকে, ব্যাটারদের তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন দুই ভারতীয় শুভমান গিল এবং বিরাট কোহলি। তাঁদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৭৪৫ এবং ৭২৫।


ভারতের ঘরের মাঠে ২–০ সিরিজ জিতে টেস্ট র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রমতালিকায় ভারত চতুর্থ স্থানে। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জশপ্রীত বুমরা। প্রথম দশে আর কোনও ভারতীয় বোলার নেই। অন্যদিকে টেস্টে ব্যাটারদের মধ্যে প্রথম দশে কেবল যশস্বী জয়সওয়াল। তবে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা।