আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভূমিকা নিয়ে বিসিসিআই, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর এবং দলের সাপোর্ট স্টাফদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল।
এমন খবর ছড়িয়ে পড়ায় গত কয়েকদিন ধরেই উত্তেজনা ছড়াচ্ছিল ক্রিকেট মহলে। রায়পুরে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে এই বৈঠক হওয়ার কথা ছিল।
অন্যদিকে, গুজব ওঠে যে দলের সিনিয়র দুই তারকা কোহলি ও রোহিত নতুন হেড কোচ গৌতম গাম্ভীরের সঙ্গে যোগাযোগ রাখছেন না।
শোনা যায়, দু’জনই নাকি দলের বাকিদের থেকে আলাদা অনুশীলন করছেন, যা ড্রেসিংরুমে বিভাজন আরও তীব্র করেছে। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতলেও বিসিসিআইয়ের একাধিক সূত্র জানায় যে ভারতীয় ক্রিকেট বোর্ড দলের বর্তমান ড্রেসিং রুম পরিস্থিতি নিয়ে মোটেই সন্তুষ্ট নয়।
তাই গম্ভীর এবং দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে একটি মিটিং ডাকার প্রস্তুতি চলছে বলে খবর ছড়ায়। বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন শুধুই ওয়ানডে খেলছেন রোহিত ও কোহলি।
জানা যায়, এই বৈঠকে দুই তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ মূল্যায়ন করা হবে। কিন্তু সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক গৌরব গুপ্তা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন।
তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘রায়পুরে বা অন্য কোথাও বোর্ডের এমন কোনও মিটিং হচ্ছে না। সিনিয়র খেলোয়াড়, নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ সমস্যা নিয়ে কিংবা সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে নিকট ভবিষ্যতে কোনও বৈঠকই নির্ধারিত নয়।’
২০২৪ সালের জুলাইয়ে রাহুল দ্রাবিড়ের জায়গায় গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই ড্রেসিং রুমে ‘স্টার কালচার’ বন্ধ করতে তিনি কঠোর অবস্থান নিয়েছেন বলে খবর ছড়ায়।
শোনা যায়, তার লক্ষ্যে ছিলেন দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সূত্র মারফত শোনা যায়, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যর্থতার পর গম্ভীর নাকি সিনিয়রদের রঞ্জি ট্রফি খেলে ফর্ম প্রমাণ করার নির্দেশ দেন।
এই সিদ্ধান্তেই অসন্তুষ্ট হয়ে দু’জন হঠাৎ করেই ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দলে ফেরা সম্ভব হলেও নির্বাচক অজিত আগরকর আগেই জানিয়েছিলেন, আগামী দিনে ওয়ানডে দলে জায়গা পেতে হলে রোহিত ও কোহলিকে বিজয় হাজারে ট্রফি খেলতে হবে।
সূত্রের খবর, দুই সিনিয়র ক্রিকেটারই চলতি মরশুমে বিজয় হাজারে ট্রফি খেলার প্রস্তুতি নিচ্ছেন। রোহিত নাকি ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে বিজয় হাজারে ট্রফি খেলার জন্য উৎসাহ প্রকাশ করেছেন। কোহলি এখনও পর্যন্ত রাজ্য বোর্ডের কাছে কিছু না জানালেও তিনিও বিজয় হাজারে খেলতে আগ্রহী।
