আজকাল ওয়েবডেস্ক: আরজে মাহভাশের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিক্রিয়া দিয়ে রীতিমতো চর্চায় যুজবেন্দ্র চহাল।
মাহভাশের সঙ্গে নাম জড়িয়েছে চহালের। পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল তাঁদের সম্পর্ক নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই দু'জনকে দেখা গিয়েছিল দুবাইয়ে। জল্পনার জন্ম দিয়েছিল এই দু' জনের উপস্থিতি।
চহালের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে ধনশ্রীর। তবে কি নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়লেন ভারতের স্পিনার? মাহভাশ সোশ্যাল মিডিয়ায় বুধবার যে রিল পোস্ট করেছেন, তা নিয়ে ভক্তরা রীতিমতো চর্চা শুরু করে দিয়েছেন।
রিলে দেখা যাচ্ছে মাহভাশ বলছেন, ''যে পুরুষ আমার জীবনে আসবে, সেই আমার জীবনে একমাত্র পুরুষ হবে। সেই আমার বন্ধু হবে, আমার বয়ফ্রেন্ড হবে, আমার স্বামী হবে। আমার জীবন তাকে কেন্দ্র করেই আবর্তিত হবে। অপদার্থ পুরুষ আমার দরকার নেই। অন্য কোনও পুরুষের সঙ্গে আমার কথা বলার দরকাই নেই।''
চহাল সেই ভিডিওটি লাইক করেছেন। সোশ্যাল মিডিয়ার ভক্তরা মনে করছেন, মাহভাশের পোস্ট করা এই রিলসের উদ্দিষ্ট ব্যক্তি চহাল। আরজে মাহভাশের পোস্ট করা ভিডিওয় চহাল লাইক দেওয়ায় ভক্তরা লিখেছেন, ''কোণায় বসে যুজি ভাই হাসছে। কেউ আবার বলেছেন, ''সবকিছুই ক্ষণস্থায়ী, কিন্তু যুজি চহালের পছন্দ একমাত্র স্থায়ী।''
