আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় রয়েছেন। নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর চাহালের প্রেমজীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইনস্টাগ্রাম সেলিব্রিটি আরজে মাহভাশের সঙ্গে চাহালকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই জল্পনা আরও বেড়ে যায়। তবে এই সমস্ত গুজবে জল ঢেলে দিয়েছেন মাহভাশ নিজেই।

 

এক পডকাস্টে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বর্তমানে একেবারেই সিঙ্গল মাহভাশ। এমনকি, এখনই প্রেম এবং বিয়ে নিয়েও খুব একটা ভাবছেন না। তাঁর কথায়, ‘আমি এখন একদম সিঙ্গেল। আজকের যুগে বিয়ের ধারণাটাই আমি বুঝতে পারি না। আমি এমন একজন, যে শুধু তখনই ডেট করে, যখন বিয়ে করার কথা ভাবে। আমি ক্যাজুয়াল ডেটিং করি না, কারণ আমি শুধু তখনই কাউকে ডেট করব, যদি মনে হয় তার সঙ্গে বিয়ে করা সম্ভব।

 

আমি সেই মানুষ, যে ‘ধুম’ সিনেমার মতো বাইকের পেছনে নিজের স্ত্রী আর বাচ্চাদের কল্পনা করে’। মাহভাশ জানান, তিনি মাত্র ১৯ বছর বয়সে এনগেজড হয়েছিলেন, কিন্তু ২১ বছর বয়সে সেই এনগেজমেন্ট ভেঙে দেন। সেই অভিজ্ঞতার পর, তিনি আর কখনও কোনও সম্পর্কে জড়াননি। এই মন্তব্যের পর মাহভাশ স্পষ্ট জানিয়ে দিলেন, যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যা কিছু রটানো হচ্ছে, তা ভিত্তিহীন। তিনি নিজে এখন নিজের কেরিয়ারে মন দিয়েছেন।