আজকাল ওয়েবডেস্ক: নামিবিয়ায় পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে আসাম। ২১ জুন থেকে বল গড়াবে। নামিবিয়ার বিরুদ্ধে আসামের ক্যাপ্টেন হবেন রিয়ান পরাগ। নামিবিয়া বনাম আসামের এই সফর ঘিরে ইতিমধ্যেই দেখা দিয়েছে আগ্রহ। উঠতি ক্রিকেটাররা তাঁদের প্রতিভার ছাপ ফেলতে পারবেন এই সফরে। 

আইপিএলে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন ছিলেন রিয়ান পরাগ। এবার তিনি আসামকে নেতৃত্ব দেবেন। এই আসাম দলে রয়েছে তারুণ্য। রয়েছে অভিজ্ঞতা। দীনেশ দাস, আকাশ সেনগুপ্ত, পারভেজ মুশারফের মতো ঘরোয়া ক্রিকেটের নামী ক্রিকেটাররা রয়েছেন দলে। 

নামিবিয়াকে নেতৃত্ব দেবেন গেরহার্ড ইরাসমাস। এছাড়াও দলে থাকবেন জেজে স্মিট, জান নিকোল ইটন। নামিবিয়া এই সিরিজের আয়োজক। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটি খেলা হবে এফএনবি ক্রিকেট গ্রাউন্ডে।

এর আগে নামিবিয়া অবশ্য ভারতের ঘরোয়া দলের মোকাবিলা করেছে। পাঞ্জাব, কর্ণাটকের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলেছে নামিবিয়া। ২৯ জুন পর্যন্ত চলবে ব্যাট-বলের এই লড়াই।