আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে উইকেটকিপিং করার সময় হাঁটুতে চোট পান ঋষভ পন্থ। চোট পাওয়ার পর উইকেটের পেছনে আর দেখা যায়নি তাঁকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন। একটুর জন্য শতরান হাতছাড়া করেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। ৯৯ রানে আউট হন। বৃহস্পতিবার থেকে পুনেতে শুরু দ্বিতীয় টেস্ট। তবে পন্থকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছে নির্বাচকরা। বেঙ্গালুরুতে পন্থের অনুপস্থিতিতে ধ্রুব জুরেল উইকেটকিপিং করেন। শেষপর্যন্ত তারকা ক্রিকেটার খেলতে না পারলে, তাঁর পরিবর্তে খেলবেন জুরেল। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তাঁকে দেখে নিতে চাইছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। 

রবিবার ম্যাচ শেষে পন্থ বলেন, ক্রিকেটে চড়াই-উতরাই থাকবেই। কিন্তু প্রত্যেক সেটব্যাকের পর ঘুরে দাঁড়ানোই আসল চ্যালেঞ্জ। নিজের এক্স হ্যান্ডেলে পন্থ লেখেন, 'এই খেলাটা তোমার পরীক্ষা নেবে। তোমাকে ঠেলে ফেলে দেবে। তুলে ধরবে। আবার তোমাকে ফেলে দেবে। তবে যারা খেলাটাকে ভালবাসে, প্রত্যেকবার আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়ায়।' দ্বিতীয় ইনিংসে পন্থের সঙ্গে সরফরাজের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। ১০৫ বলে ৯৯ রান করেন। আরও একটি নার্ভাস নাইনটিতে ফেরেন। সমর্থনের জন্য বেঙ্গালুরুর ফ্যানদের প্রশংসা করেন ঋষভ। পুনেতে সম্পূর্ণ ফিট হয়ে নামার ইঙ্গিত দেন। তবে শেষপর্যন্ত তাঁকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।