আজকাল ওয়েবডেস্ক: আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ঋষভ পন্থ। অক্টোবরে শেষ সপ্তাহে রঞ্জি ট্রফি দিয়ে প্রত্যাবর্তন হবে ভারতীয় উইকেটকিপার ব্যাটারের। আগামী সপ্তাহে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর ডান পায়ের পরীক্ষা হবে। ১০ অক্টোবরের মধ্যে ফিট সার্টিফিকেট পেয়ে যাওয়ার কথা। বোর্ডের এক সূত্র জানায়, 'এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ১০ অক্টোবরের মধ্যে পন্থ ক্লিয়ারেন্স পেয়ে যেতে পারে। চলতি সপ্তাহে পন্থের পায়ের পরীক্ষা হবে। লম্বা রিকভারি প্রক্রিয়া চলেছে। বিসিসিআইয়ের মেডিক্যাল দল কোনও ঝুঁকি নিতে চাইছে না।'
জানা গিয়েছে, রঞ্জি ট্রফি খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন পন্থ। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলিকে নিজের সেই ইচ্ছার কথা জানান ঋষভ। ডিডিসিএর এক কর্তা বলেন, 'পন্থ জানিয়েছে ও ২৫ অক্টোবর থেকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য তৈরি। বোর্ডের মেডিক্যাল দলের ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছে।' ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে পারেননি পন্থ। আসন্ন অস্ট্রেলিয়া সফরও মিস করবেন। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট চলাকালীন পায়ে চোট পান। প্রাথমিকভাবে মনে হয়েছিল সারতে ছয় সপ্তাহ লাগবে। কিন্তু সেই নিয়ে ব্যাট করায় পরিস্থিতির অবনতি হয়। তবে গত ২০ দিনে অনেক উন্নতি করেছেন। রঞ্জি খেলার ইচ্ছাপ্রকাশ করলেও, দিল্লির শিবিরে কবে যোগ দেবেন সেই বিষয়ে এখনও কিছু জানায়নি। ক্লিয়ারেন্সের অপেক্ষায়। ১৫ অক্টোবর প্রথম রাউন্ডের রঞ্জি ম্যাচে খেলতে পারবেন না। পরের রাউন্ডে খেলতে পারলে, দলকে নেতৃত্ব দেবেন। ১৪ নভেম্বর থেকে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ৫ নভেম্বর পর্যন্ত রঞ্জির দুটো ম্যাচ খেলবেন পন্থ।
