আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন। তারপর প্রায় ৯৫ দিন পর মাঠে ফিরলেন। কিন্তু রান পেলেন না পন্থ। ভারত এ দলের হয়ে নেমে ব্যাট হাতে হতাশ করলেন। দেখা গেল তিন মাস পর মাঠে নেমে ঠিকমতো ব্যাটে বলে হচ্ছিল না তাঁর। ফলে অল্প রানে আউট হয়ে সাজঘরে ফিরতে হল এই উইকেটরক্ষক–ব্যাটারকে।
বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ চলছে। ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সুযোগ পান পন্থ। ইংল্যান্ডে চোট পাওয়ায় পর এই প্রথম কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নেমেছিলেন। তাই তিনি কী করেন, যাবতীয় নজর ছিল সেদিকেই। কিন্তু দাগ কাটতে পারলেন না। চূড়ান্ত ব্যর্থ হন নেতৃত্বের দায়িত্ব সামলানো পন্থ।
মাত্র ২০ বল উইকেটে টিকেছিলেন তিনি। করলেন ১৭। উইকেটে ছিলেন ২৯ মিনিট। ইনিংসে দু’টি বাউন্ডারি হাঁকালেও সাবলীল মনে হয়নি। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা এ দল তোলে ৩০৯। বল হাতে তনুশ কোটিয়ান নজরকাড়া পারফরম্যান্স করেন। তাঁর শিকার ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ২৩৪ রানে গুটিয়ে যায় ইন্ডিয়া এ। আয়ুষ মাত্রে ছাড়া ভারতের বাকি ব্যাটাররা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। ৬৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন আয়ুষ। ওপেন করতে নামা সাই সুদর্শন সেট হয়ে আউট হন ৩২ রানে। ব্যর্থ রজত পতিদারও। তাঁর সংগ্রহ মাত্র ১৯। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০০–র উপর লিড নিয়েছে প্রোটিয়ারা।
