আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে লজ্জার হার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বৃহৎ। গুয়াহাটিতে ৪০৮ রানে হার। ইডেনে প্রথম টেস্টে হারের পর প্রত্যাবর্তনের লক্ষ্যে নেমেছিল টিম ইন্ডিয়া। টার্গেট ছিল সিরিজে সমতা ফেরানো। তার বদলে সবচেয়ে বড় হারের লজ্জার রেকর্ড। ০-২ এ সিরিজ হার। ব্যাটিং এবং বোলিং, সব বিভাগেই ব্যর্থ ভারতীয়রা। চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি শুভমন গিল। অধিনায়কত্ব করেন ঋষভ পন্থ। কিন্তু নেতা এবং ব্যাটার হিসেবে ডাহা ফ্লপ। হারের পর ভারতের অস্থায়ী অধিনায়ক জানিয়ে দিলেন, এই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। হতাশা চেপে রাখেননি।
ঋষভ পন্থ বলেন, 'হতাশাজনক। দল হিসেবে আমাদের আরও ভাল খেলা উচিত ছিল। প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হবে। ওরা সিরিজে আধিপত্য দেখিয়েছে। আমাদের মাইন্ডসেট স্পষ্ট হওয়া উচিত। ক্রিকেট দলগত খেলা। দল হিসেবে সুযোগগুলো কাজে লাগাতে হয়। কিন্তু আমরা সেটা করতে পারিনি। সেই কারণেই সিরিজ হার।' ভারতের ভুলে ভরা ক্রিকেটের মাঝে দক্ষিণ আফ্রিকার নিখুঁত ক্রিকেট। একদিকে সাইমন হারমারের অনবদ্য বোলিং, অন্যদিকে আইডেন মার্করামের নিখুঁত ক্যাচ। গুয়াহাটি টেস্টে ন'টা ক্যাচ নেন। যা টেস্ট ম্যাচে রেকর্ড। এর আগে কোনও আউটফিল্ডার এতগুলো ক্যাচ নেয়নি। অজিঙ্ক রাহানের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন মার্করাম।
এই রেকর্ডের জন্য বোলারদের কৃতিত্ব দেন প্রোটিয়া তারকা। মার্করাম বলেন, 'আমি রেকর্ডের বিষয়ে জানতাম না। বোলারদের কৃতিত্ব। ওরা সঠিক জায়গায় বল ফেলেছে। আমি ক্যাচগুলো নেওয়ায় চেষ্টা করেছি।' ভারতের মাটিতে সিরিজ জয়ে উচ্ছ্বসিত। মার্করাম বলেন, 'ভারতে এসে জেতা সহজ নয়। এখানকার পরিবেশ এবং পরিস্থিতি সম্বন্ধে আমাদের কোনও ধারণা ছিল না। প্রথম বল খেলার আগে মনে কোনও ভয় রাখতে চাইনি।' সিরিজের প্রায় প্রত্যেক সেশনেই আধিপত্য দেখায় দক্ষিণ আফ্রিকা। ভারতের জন্য এটা ওয়েক আপ কল।
