আজকাল ওয়েবডেস্ক: রিঙ্কু সিং। জায়গা পাবেন এশিয়া কাপের দলে? এখনও নিশ্চিত নয়। মঙ্গলবার এশিয়া কাপের দল ঘোষণা করবে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি।
এদিকে, এশিয়া কাপের দল নির্বাচনের আগে বল হাতে চমক দেখালেন রিঙ্কু। নির্বাচকদের তিনি বোঝাতে চাইলেন, শুধু ব্যাট নয়, বল হাতেও তাঁর উপর ভরসা করা যেতে পারে।
উত্তরপ্রদেশ টি–টোয়েন্টি লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেরঠ ম্যাভেরিকস ও কানপুর সুপারস্টার্স। মেরঠের অধিনায়ক রিঙ্কু। কানপুরের নেতৃত্বে সমীর রিজভি। মেরঠের বিরুদ্ধে ২২৬ রান তাড়া করতে নেমেছিল কানপুর। রিঙ্কু ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু বল হাতে তুলে নেন উইকেট। তাঁর প্রথম বল উইকেট ছেড়ে মারার চেষ্টা করেন আদর্শ সিং। বল সোজা উইকেটে লাগে। আদর্শকে বোল্ড করার পর রিঙ্কুর উল্লাসে ছিল আগ্রাসন। সাধারণত এতটা আগ্রাসন তিনি দেখান না। কিন্তু আইপিএলে গত দুটো মরসুম ভাল যায়নি রিঙ্কুর। সমালোচনা হচ্ছিল। সেই কারণেই হয়তো এতটা আগ্রাসন দেখা যায় তাঁর শরীরী ভাষায়।
ভারতের টি–টোয়েন্টি দলে গত দু’বছর মূলত ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে রিঙ্কুকে। পাশাপাশি মাঝে মধ্যে বলও করেছেন তিনি। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কায় টি–টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচে বল হাতে দলকে জিতিয়েছিলেন রিঙ্কু। তিনি আরও এক বার দেখিয়ে দিলেন যে, তাঁর উপর ভরসা রাখতেই পারেন নির্বাচকেরা।
প্রথমে ব্যাট করে ২২৫ রান করে মেরঠ। তাদের হয়ে ৩১ বলে অপরাজিত ৯৫ রান করেন মাধব কৌশিক। অক্ষয় দুবে ২৬ বলে ৪৪ ও ঋতুরাজ শর্মা ৩৬ বলে ৬০ রান করেন। জবাবে ২০ ওভারে ১৩৯ রানে ৯ উইকেটে শেষ হয় কানপুরের ইনিংস। ৮৬ রানে জেতে রিঙ্কুর মেরঠ।
এদিকে, এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল পাকিস্তান। দল থেকে বাদ পড়েন দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সলমন আঘা দলকে নেতৃত্ব দেবেন। উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয় মহম্মদ হ্যারিসকে। দলে জায়গা পেয়েছেন শাহিন আফ্রিদি। সুযোগ পান ফখর জামানও। তবে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের জায়গা হয়নি। এশিয়া কাপের দলে সুযোগ পান হ্যারিস রউফ, হাসান আলি এবং ফাহিম আশরাফ। তরুণ ক্রিকেটার সাইম আইয়ুব এবং হাসান নওয়াজও সুযোগ পান।
দুই তারকা ক্রিকেটার না থাকলেও ভারতকে কিন্তু হারানো সম্ভব বলেই মনে করেন পাকিস্তানের ডিরেক্টর অফ হাই পারফরম্যান্স আকিব জাভেদ। প্রাক্তন ক্রিকেটার জাভেদ বলেছেন, ''এশিয়া কাপে এই দলটার ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে। তোমরা পছন্দ কর বা না করো ভারত ও পাকিস্তান ম্যাচ বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় ম্যাচ। সব প্লেয়ারেরই তা জানা।''
পাকিস্তান ক্রিকেটের দুই তারকা যে বাদ পড়তে চলেছেন, তার আভাস আগেই পাওয়ায় গিয়েছিল। সম্প্রতি টি-২০ ক্রিকেটে বাবর এবং রিজওয়ানের গড় এবং স্ট্রাইক রেট সবচেয়ে খারাপ। ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারে পাকিস্তান।
