আজকাল ওয়েবডেস্ক: রিচা ঘোষের দাপটে মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বাংলার মহিলা ক্রিকেটারের অর্ধশতরানে গুজরাট টাইটান্সকে ৬ উইকেটে হারাল স্মৃতি মান্ধানার দল। শুক্রবার কোটাম্বি স্টেডিয়ামে ২৭ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিচা। ইনিংসে ছিল ৪টি ছয়, ৭টি চার। তাঁর হাত ধরে ১৮.৩ ওভারে ২০২ রানের টার্গেটে পৌঁছে যায় বেঙ্গালুরু। প্রথম ইনিংসে অ্যাশলে গার্ডেনার এবং বেথ মুনির আগ্রাসী অর্ধশতরানে ৫ উইকেটে ২০১ রান তোলে গুজরাট জায়ান্টস। 

টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠান স্মৃতি মান্ধানা।‌ শুরুটা মন্তর করে তাঁরা। কিন্তু ৪২ বলে মুনির ৫৬ রান ফাউন্ডেশন তৈরি করে দেয়। যা কাজে লাগায় অ্যাশলে গার্ডেনার এবং ডিয়ান্ড্রা ডটিন। ৩৭ বলে বিধ্বংসী ৭৯ রান করেন গার্ডেনার। ইনিংসে ছিল ৮টি ছয় এবং ৩টি চার। ১৩ বলে ২৫ রানের ক্যামিও ডটিনের। জোড়া উইকেট নেন রেনুকা সিং। কিন্তু শেষমেষ রিচার কাছে হার মানে। শেষ বলে ছয় মেরে দলকে জেতান। মেয়েদের আইপিএলে তাঁর সেরা ইনিংস। অনেকদিন পর্যন্ত এই ইনিংস মনে থাকবে। ২৩ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। রান তাড়া করতে নেমে পিছিয়ে ছিল আরসিবি। ব্যর্থ স্মৃতি মান্ধানা। ৩৪ বলে ৫৭ রান করেন এলসি পেরি। কিন্তু বঙ্গতনয়ার রুদ্ধশ্বাস অর্ধশতরান ৯ বল বাকি থাকতেই বেঙ্গালুরুকে জয়ে পৌঁছে দেয়।