আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ব্যাটার শ্রেয়স আইয়ার আগামী ডিসেম্বরের মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ স্ক্যানের মুখোমুখি হতে চলেছেন।

এই স্ক্যানের ফলাফলের ওপর নির্ভর করেই ঠিক হবে তিনি বেঙ্গালুরুর বিএসসিআই সেন্টার অফ এক্সেলেন্সে (COE) রিহ্যাব প্রক্রিয়া কবে থেকে শুরু করতে পারবেন।

রিহ্যাব শুরু হলেই ধীরে ধীরে ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হবে ভারতীয় তারকা ব্যাটারের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে বাঁ-পাশের নিচের পাঁজরে গুরুতর আঘাত পাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন আইয়ার।

প্রাথমিক স্ক্যানে তাঁর প্লীহা (spleen) ছিঁড়ে যাওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ রক্তক্ষরণের চিহ্ন পাওয়া যায়। গুরুতর এই অবস্থার কারণে তৎক্ষণাৎ চিকিৎসা এবং দীর্ঘ বিশ্রামের প্রয়োজন হয়।

গত ২৭ অক্টোবর বিসিসিআই জানায়, সিডনিতে তাঁকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দেওয়ার পর অবস্থা স্থিতিশীল হয়েছে শ্রেয়সের। তারপরই শ্রেয়সকে দেশে ফেরার ছাড়পত্র দেওয়া হয়।

ধীরে ধীরে উন্নতি করলেও ক্রিকেটে ফেরার অনুমতি মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়ার পরই। পাশাপাশি, তাঁর উন্নতির দিকে নজর রাখবে বোর্ডের মেডিক্যাল টিমও।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আইয়ার একটি আল্ট্রাসাউন্ড স্ক্যান করাবেন। এই স্ক্যানেই বোঝা যাবে প্লীহা ও আশপাশের টিস্যুগুলোর সেরে ওঠার অবস্থা।

এরপর তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ক্রীড়াবিদ বিশেষজ্ঞ চিকিৎসক ড. দীনেশ শো পার্দিওয়ালা রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী রিহ্যাব পরিকল্পনা চূড়ান্ত করবেন।

সুস্থতার প্রাথমিক পর্যায়ে আইয়ার বাড়ির কাছেই একটি ইউএসজি স্ক্যান করান, যার ছবি দেখেন ড. পার্দিওয়ালা। উন্নতি দেখে চিকিৎসকরা তাঁকে স্বাভাবিক নড়াচড়া এবং মৌলিক আইসোমেট্রিক ব্যায়াম করার অনুমতি দেন।

তবে ক্রিকেট-নির্দিষ্ট অনুশীলন শুরু হবে শুধুমাত্র ডিসেম্বরের স্ক্যানের রিপোর্ট আসার পরেই। অভ্যন্তরীণ টিস্যুগুলি সম্পূর্ণ সেরে ওঠার নিশ্চয়তা পেলেই ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আইয়ারের।

উল্লেখ্য, শ্রেয়সের অনুপস্থিতিতে চার নম্বরে নামিয়ে দেখা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। যিনি ইতিমধ্যেই প্রথম ওডিআই সেঞ্চুরিও করে ফেলেছেন।

এদিকে ভারতের বোলিং কোচ মর্নি মরকেল সম্প্রতি জানিয়েছেন, আইয়ার ভালো অগ্রগতি করছেন। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর মর্কেল বলেন, ‘শ্রেয়সও রিহ্যাব শুরু করেছে, যা দারুণ খবর। আমরা তাঁকে খুব দ্রুত দলে ফিরে পাওয়ার আশায় আছি। ভাল বিষয় হল শ্রেয়স দ্রুত সুস্থ হচ্ছে এবং দলের জন্য প্রস্তুত হওয়ার পথে রয়েছে।’