আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি–টোয়েন্টি বিশ্বকাপের আসর। গতবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ফাইনাল যে আমেদাবাদে হবে তা একপ্রকার নিশ্চিত। কলকাতার ইডেন গার্ডেন্সেও একাধিক ম্যাচ হবে। তার মধ্যে ভারতের ম্যাচও থাকছে বলে শোনা যাচ্ছে। এবার জানা গেল, কবে মুখোমুখি হতে পারে ভারত–পাকিস্তান।
আগামী বছর টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ। ভারতের অভিযান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। আর বহু প্রতীক্ষিত ভারত–পাক মহারণ হতে পারে ১৫ ফেব্রুয়ারি। তবে ভারতের মাটিতে নয়, সেটা হবে শ্রীলঙ্কার কলম্বোয়। হাইব্রিড মডেলের কারণে পাকিস্তান ভারতে আসবে না। সম্প্রতি মহিলাদের ওয়ানডে বিশ্বকাপও এই মডেলে হয়েছে। এমনকী পাকিস্তান যদি টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে, তাহলে ম্যাচ হবে শ্রীলঙ্কাতেই। তবে ফাইনালে ভারত–পাক ম্যাচ হলে সেটা নিরপেক্ষ ভেন্যুতে হয় কি না, সেটা দেখার।
এখন প্রশ্ন বিশ্বকাপের ম্যাচেও কী পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করবেন না সূর্যরা? বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, ‘আমি তো জ্যোতিষী নই। ভবিষ্যতে কী হবে বলতে পারব না। রাজনৈতিক পরিস্থিতি কী দাঁড়ায়, তার উপর অনেক কিছু নির্ভর করবে। পরিস্থিতি আজ ভাল নয়। কাল কী হবে, কেউ বলতে পারে না।’ এশিয়া কাপ ট্রফি ফেরানো নিয়ে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির সঙ্গেও কথা বলেছেন বলে জানান। ভারতের গ্রুপের বাকি দুই ম্যাচ হতে পারে দিল্লিতে ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে ও ১৮ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে পাঁচটা ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে। সাধারণত বিশ্বকাপে আটটা ভেন্যু রাখা হয়। ওই আট ভেন্যুতেই ম্যাচগুলো হয়। এবার পাকিস্তান যেহেতু নিরপেক্ষে ভেন্যুতে খেলবে, তাই শ্রীলঙ্কার তিনটে ভেন্যু রাখা হয়েছে। বাকি পাঁচটা ভেন্যু ভারতের। পাঁচ ভেন্যু হল কলকাতা, আমেদাবাদ, চেন্নাই, মুম্বই ও দিল্লি। শ্রীলঙ্কার তিন ভেন্যু হল কলম্বো, ক্যান্ডি আর গল। যেহেতু ভারতের পাঁচটা ভেন্যুতে ম্যাচ হবে তাই ইডেনের সাতটি ম্যাচ পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে সেমিফাইনাল হয়ত পাবে না ইডেন। একটি হতে পারে কলম্বোয়। আর একটি মুম্বইয়ে। সুপার এইটে ভারতের ম্যাচ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ইডেনের।
