আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা  নিয়মিতই খেলে। সেই ম্যাচে বিতর্কিত সব ঘটনা ঘটল। ২৭ মিনিটের মধ্যে বোকা জুনিয়র্স এগিয়ে যায় ২-০ গোলে। নাটকীয় ম্যাচ শেষমেশ ২-২ গোলে শেষ হয়। এই ম্যাচেই রেফারি লাল কার্ড দেখিয়েছেন তিনজন ফুটবলারকে। 

মেক্সিকোর রেফারি সিজার ম্যাচে ৪ বার হলুদ কার্ড ও ৩ বার লাল কার্ড বের করেন। এর মধ্যে ৮৮ মিনিটে বেনফিকার মিডফিল্ডার ফ্লোরেন্তিনো লুইসকে মারাত্মকভাবে ফাউল করে বসেন বোকা জুনিয়র্সের সেন্টার ব্যাক হর্হে ফিগাল। তাঁকে লাল কার্ড দেখান সিজার। আর ফিগালকে লাল কার্ড দেখাতে গিয়ে ঈশ্বরের ছবি সম্বলিত কার্ড দেখিয়ে ফেলেন রেফারি। 

 

?ref_src=twsrc%5Etfw">June 17, 2025

 কার্ড দেখানোর সময় তাঁর পকেট থেকে বেরিয়ে আসে'ভার্জিন অফ গুয়াডালুপে’র ছবি। গুয়াডালুপের ভার্জিন হচ্ছেন কুমারী মেরির বিশেষ এক রূপ। দক্ষিণ আমেরিকায় তাঁকে শ্রদ্ধা করা হয়। সিজার বুঝতে পারেননি লাল কার্ড বের করতে গিয়ে তিনি ঈশ্বরের ছবি বের করে ফেলেছেন। দ্রুতই তিনি সেই ছবি পকেটে ঢুকিয়ে নেন।