আজকাল ওয়েবডেস্ক: মাঠে ছিলেন ৩৫ মিনিট। এই ৩৫ মিনিটে কিলিয়ান এমবাপে ধরা দিলেন পরিচিত মেজাজে। ঠিক যেভাবে তাঁকে দেখতে অভ্যস্থ ভক্তরা, আটলান্টার বিরুদ্ধে ঠিক সেই অবতারে দেখা গেল ফরাসি সুপারস্টারকে।
চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টার বিরুদ্ধে রিয়াল ৩-২ গোলে জেতে। রিয়ালের প্রথম গোলটি এমবাপের। খেলার ১০ মিনিটে গোল পাওয়ার পরে একাধিক শট তিনি নিয়েছিলেন গোল লক্ষ্য করে। সেগুলো থেকে গোল হয়নি। তবে ম্যাচের প্রথম গোল এমবাপেকে পৌঁছে দিয়েছে অন্য এক উচ্চতায়।
চ্যাম্পিয়ন্স লিগে ৭৯ ম্যাচে ৫০ গোল করে ফেললেন এমবাপে। দ্রুততম ৫০ গোলের নিরিখে বিচার করলে ফরাসি তারকা পিছনে ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। পঞ্চাশ গোল করতে রোনাল্ডো নিয়েছিলেন ৯১টি ম্যাচ। এই তালিকায় প্রথম তিন জন হলেন--রুড ভ্যান নিস্তেলরয়, লিওনেল মেসি এবং রবার্ট লেভানডস্কি।
চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে হাফ সেঞ্চুরি গোলের মালিক এমবাপে। সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ডটি মেসির দখলে। এমবাপে পিছনে ফেলে দিলেন সেই রোনাল্ডোকেই। ২৮ বছর ২ মাস ৭ দিন বয়সে ৫০ গোল করে রোনাল্ডোই এতদিন ছিলেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। কিন্তু ফরাসি তারকা ২৫ বছর ১১ মাস ২০ দিনে ছাপিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকাকেও। রিয়ালের বাকি দুটো গোল ভিনিসিয়াস জুনিয়র ও বেলিংহাম। আটলান্টার হয়ে চার্লস ও লুকম্যান গোল করেন।
এমবাপের আদর্শ রোনাল্ডো। রিয়ালের জয়ের দিন সেই সিআর সেভেনকে ছাপিয়ে গেলেন ফরাসি তারকা। গুরুকে ছাপিয়ে যাওয়ার অনুভূতিই যে অন্যরকম।
