আজকাল ওয়েবডেস্ক: ভিয়ারিয়ালকে হারিয়ে উঠে লা লিগাকে একপ্রকার হুমকি দিলেন রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো অ্যানচেলোত্তি।
বুধ-রাতে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলার তিনদিনের মধ্যেই ভিয়ারিয়ালের বিরুদ্ধে নেমেছে রিয়াল।
রিয়াল মাদ্রিদ ম্যানেজার অ্যানচেলোত্তি বলেছেন, এরপরে আর খেলব না। দুটি ম্যাচের মধ্যে ৭২ ঘণ্টার বিরতি না দিলে ম্যাচ বয়কট করবে রিয়াল।
এরকম ঠাসা সূচিতে ফুটবলারদের উপরে চাপ পড়ে। ভিয়ারিয়ালের বিরুদ্ধে নামার আগে রিয়ালের টিভি চ্যানেলে ঠাসা ক্রীড়াসূচি নিয়ে বলা হয়, ফিফার সাহায্য চাইবে রিয়াল মাদ্রিদ। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে।
ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে অ্যানচেলোত্তি বলেন, ''আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নামলাম। ৭২ ঘণ্টার বিশ্রাম না দিলে আর খেলব না। ম্যাচের সময় বদলানোর জন্য লা লিগাকে আমরা দু' বার অনুরোধ করেছি। কিন্তু ওরা কিছু করেনি। এটাই শেষ বার।''
লা লিগার খেতাবি লড়াইয়ে সবার উপরে এখন রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ২৮টি ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে রিয়াল এখন লিগ টেবিলের শীর্ষে। ২টি ম্যাচ কম খেলেছে বার্সেলোনা। রিয়ালের থেকে তিন পয়েন্টে পিছিয়ে থেকে লিগ টেবিলের দুই নম্বরে বার্সা।
২৭টি ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট সংগ্রহ করে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ।
