আজকাল ওয়েবডেস্ক: ১৮ বছরে এসে স্বপ্নপূরণ। আহমেদাবাদে বিরাটরা যখন উৎসবে ব্যস্ত তখন বেঙ্গালুরুর রাস্তাতেও উৎসবে মেতেছিলেন আরসিবি ভক্তরা। আর তাতেই ঘটল বিপদ। অতিরিক্ত উচ্ছ্বাস দেখাতে গিয়ে ঘটল বিপত্তি। ভিড়কে নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিরুদ্ধে উঠল লাঠিচার্জের অভিযোগ। এদিকে, বুধবার কোহলিরা ট্রফি নিয়ে ফিরবেন বেঙ্গালুরুতে। সেই উৎসব ঘিরেও প্রশাসনের চিন্তা বাড়ছে।
বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় সমর্থকরা উচ্ছ্বাস করছিলেন। সেই সময় এসভিপি চকে তুমুল গন্ডগোল হয়। সমর্থকদের উৎসবের কারণে রাস্তায় যানজট তৈরি হয়ে যায়। পুলিশ সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য লাঠি চালায় বলে অভিযোগ। তাতেই গন্ডগোল হয়। অনেকে পুলিশকেই দোষ দিচ্ছেন। শান্তিপূর্ণ উৎসবে পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ।
এদিকে, বেঙ্গালুরুতে বুধবার বিরাটরা ফিরবেন। সেখানে ভিক্টরি প্যারেড হবে। দুপুর ৩.৩০ থেকে শুরু হবে উৎসব। বেঙ্গালুরুর বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত চলবে ভিক্টরি প্যারেড। আশা করা হচ্ছে বিরাট সংখ্যক সমর্থক উপস্থিত হবেন এই উৎসবে।
প্রসঙ্গত, কিছুদিন আগে ফ্রান্সের ফুটবল ক্লাব পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর প্যারিসে উৎসবে মেতে উঠেছিলেন সমর্থকরা। সেই উৎসবে মানুষ এতটাই উন্মত্ত হয়ে গিয়েছিল যে, অসংখ্য গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। মারা যান দু’জন। পুলিশ ৫০০–র বেশি ফুটবল ভক্তকে গ্রেপ্তার করে। ২২ জন পুলিশকর্মী আহত হয়েছিলেন।
