আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির অবসর নিয়ে রহস্য ফাঁস করলেন আইপিএলের সতীর্থ। তারকা ক্রিকেটারের বাকি কেরিয়ার নিয়ে তাঁর সঙ্গে কথা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরুণ ক্রিকেটার স্বস্তিক চিকারার। টি-২০ বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন। শুধুমাত্র একদিনের ক্রিকেট এবং আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। এবার আরসিবিতে বিরাটের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার সুযোগ পান স্বস্তিক। ৩০ লক্ষ টাকায় তাঁকে কেনে বেঙ্গালুরু। সেই তরুণ ক্রিকেটারই এবার কোহলির অবসর পরিকল্পনা খোলসা করলেন।
একটি সাক্ষাৎকারে চিকারা বলেন, 'বিরাট ভাইয়া বলেছে, যতদিন পুরো ফিট থাকবে, ততদিন ক্রিকেট খেলবে। ইমপ্যাক্ট প্লেয়ারের মতো খেলব না। বলে, আমি সিংহের মতো খেলব। আমি পুরো ২০ ওভার ফিল্ডিং করব। তারপর ব্যাট করব। যেদিন আমাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে হবে, সেদিন আমি ক্রিকেট ছেড়ে দেব।' চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর বাইশ গজে দেখা যায়নি কোহলিকে। এশিয়া কাপ এবার টি-২০ ফরম্যাটে হওয়ায় তাতেও নেই তারকা ক্রিকেটার। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। দুবাই এবং আবু ধাবিতে এশিয়া কাপের ম্যাচগুলো হবে। এশিয়া কাপ শেষ হলে, একদিনের ক্রিকেটে তাঁদের ভবিষ্যত নিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা করবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজের পর তাঁরা খেলা চালিয়ে যাবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। শোনা যাচ্ছে, এশিয়া কাপের পর দু'জনের সঙ্গে বৈঠকে বসবেন বোর্ড কর্তারা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাঁদের ওপরই ছাড়া হবে। শোনা যাচ্ছে, সেই বৈঠকেই একদিনের ক্রিকেটে ভবিষ্যতের অধিনায়ক নিয়ে কথা হবে। কারণ নেতৃত্ব থেকে সরিয়ে রোহিতকে চাপমুক্ত করতে চাইছে বোর্ড।
আগের দিনই একদিনের ক্রিকেটে শ্রেয়স আইয়ারকে পরবর্তী অধিনায়ক করার গুঞ্জন রটে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই প্রসঙ্গে মুখ খুললেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া। বৃহস্পতিবার বোর্ডের এক সূত্র দাবি করেন, এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও একদিনের ক্রিকেটে রোহিত শর্মার উত্তরসূরি ভাবা হচ্ছে শ্রেয়সকে। শোনা যাচ্ছে, কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়া রোহিতকে, অধিনায়কের চাপ থেকে মুক্ত করতে চাইছে বোর্ড। কিন্তু যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিলেন বিসিসিআই সচিব। দাবি করেন, বিসিসিআইয়ের কর্তাদের মধ্যে এই নিয়ে কোনও আলোচনা হয়নি। সাইকিয়া বলেন, 'এটা আমার কাছে খবর। এই নিয়ে কোনও আলোচনাই হয়নি।' এশিয়া কাপ শেষ হলে ছবিটা আরও একটু পরিষ্কার হবে।
