আজকাল ওয়েবডেস্ক: আইপিএল খেতাব জিতে আরসিবি মঙ্গলরাতেই পেয়েছে ২০ কোটি টাকা।
বুধবার বেঙ্গালুরুতেই ঘটে গেল মর্মান্তিক এক পদপিষ্টের ঘটনা। টিমের বিজয়োৎসব চলছিল স্টেডিয়ামের ভিতরে। সেই অনুষ্ঠান দেখতে আরসিবি ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। হুড়োহুড়ি থেকে পদপিষ্টের ঘটনায় মৃত অন্তত ১১ জন।
এই ঘটনার প্রেক্ষিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ক্ষতিগ্রস্ত পরিবারদের ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।
এদিকে দলের বিজয়োৎসবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও তা বাতিল করেছে আরসিবি। ধেয়ে আসা সমালোচনার মুখে শোকজ্ঞাপন করেছে আরিসিবি।
মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে এক বিবৃতি প্রকাশ করে শোকপ্রকাশ করেছে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। প্রিয়জনদের হারানো প্রতিটি পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে আরসিবি ও কর্ণাটক স্টেট ক্রিকেট সংস্থা।
আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুর রাস্তায় রাস্তায় সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন ভক্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের উপর উঠেছিল লাঠিচার্জের অভিযোগ। কিন্তু পরেরদিনই যে এই ঘটনা ঘটবে তা কেউ কল্পনা করতে পারেনি। জয়ের আনন্দ বদলে যায় শোকে।
