আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্র জাদেজা মনে করেন, গুয়াহাটি টেস্টে ভারত ড্র করতে পারলে তা জেতারই সামিল।
পাহাড়প্রমাণ রানের চাপ ভারতের উপরে। এই রান তুলতে পারবে ভারত? দ্বিতীয় ইনিংসে ভারত কী রণনীতি নেয় সেটাই দেখার। এখান থেকে ড্র হলেও সেটা সম্মানজনক হবে ভারতের জন্য। এই সিরিজ বোধহয় আর বাঁচানো গেল না।
দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের উইকেট হারিয়েছে ভারত। ক্রিজে রয়েছেন সাই সুদর্শন ও নৈশ প্রহরী কুলদীপ যাদব। রবীন্দ্র জাদেজা বলছেন, ''আমরা যখন বল করছিলাম তখন বল একটু একটু ঘুরছিল। ঘটনা হল, ওরা ভাল অবস্থায় ছিল। প্রথম ইনিংসে ওরা এত বড় লিড পেয়েছিল, তাই ওদের মনে কোনও আতঙ্ক ছিল না। পঞ্চম দিনে বল আরও ঘুরবে, আরও বাউন্স করবে।''
হার বাঁচাতে ভারতের কৌশল কী? জাদেজা যোগ করেন, '' আমাদের একেকটা করে সেশন ভাল খেলতে হবে। আগামিকাল যদি শুরুটা ভাল করি আর প্রথম সেশনে আমাদের উইকেট না যায়, তাহলে ওদের বোলাররাও চাপ অনুভব করবে যে আমাদের আউট করতে হবে। আমরা আগামিকাল পুরো দিন খেলতে পারলে, তা আমাদের জয়ের সমতুল্যই হবে।''
গুয়াহাটি টেস্টে ব্যাট হাতে প্রভাব ফেলতে পারেননি জাদেজা। বল হাতে তিনি প্রোটিয়া ব্যাটারদের বেগ দিয়েছেন। প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন জাদেজা।
