আজকাল ওয়েবডেস্ক: রিটেনশন তালিকা প্রকাশিত হওয়ার আগে চেন্নাই সুপার কিংস থেকে রাজস্থান রয়্যালসে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা এবং স্যাম করন। সিএসকেতে যোগ দিলেন সঞ্জু স্যামসন। ১৪ কোটিতে ১৭ বছর পর রাজস্থানে ফেরেন জাড্ডু। শেন ওয়ার্নের অধিনায়কত্বে প্রথম আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন তারকা অলরাউন্ডার। আইপিএলে যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল, সেখানেই ফিরলেন জাদেজা। ২০১২ সাল থেকে চেন্নাইয়ে তারকা অলরাউন্ডার। শুধুমাত্র ২০১৬ এবং ২০১৭ সালে দলের নির্বাসনের সময় অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যায় তাঁকে। রাজস্থানে ফেরা তাঁর কাছে হোমকামিং।
জাদেজা বলেন, 'রাজস্থান রয়্যালস আমাকে প্রথম মঞ্চ দেয়। প্রথম জয়ের স্বাদ আমি এখানে থাকতেই পাই। তাই এই ফ্র্যাঞ্চাইজিতে ফেরা সবসময়ই স্পেশাল। এটা আমার কাছে শুধুমাত্র একটা দল নয়, এটা আমার ঘর-বাড়ি। রাজস্থান রয়্যালসে আমি নিজের প্রথম আইপিএল জিতেছি। আশা করছি এই দলের সঙ্গে আমি আরও খেতাব জিতব।' জাদেজার ঘরে ফেরায় উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালে। তিনি বলেন, 'রয়্যালসের সঙ্গে যুক্ত সবার জন্য জাদেজার ঘরে ফেরা বিশেষ। শুরুর বছরগুলোতে ও আমাদের দলের অঙ্গ ছিল। টি-২০ ফরম্যাটের অন্যতম পরিপূর্ণ প্লেয়ার হিসেবে ওকে ফেরাতে পেরে আমরা খুশি। পাশাপাশি স্যাম করনের প্রতিযোগিতামূলক মনোভাব আমাদের দলের শক্তি বাড়াবে। আমাদের একটা নতুন পর্বের সূচনা হবে।' জাদেজার প্রত্যাবর্তনে খুশি রাজস্থানের ক্রিকেট ডিরেক্টর কুমার সাঙ্গাকারা। ২.৪ কোটিতে রাজস্থানে যোগ দেন স্যাম করন। চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংসের পর তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে দেখা হবে ইংল্যান্ডের তারকা পেসারকে।
