আজকাল ওয়েবডেস্ক:‌ চেন্নাই সুপার কিংস ও রাজস্থান র‌য়ালসের মধ্যে দর কষাকষি চলছে। রাজস্থান থেকে সঞ্জুকে নিতে চায় চেন্নাই। আর সঞ্জুও দল ছাড়তে চান। অন্যদিকে, রাজস্থান চাইছে পরিবর্তে জাদেজা ও সাম কারেনকে দেওয়া হোক। 


এদিকে, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, জাদেজা নাকি রাজস্থানে অধিনায়কের পদ চাইছেন। গতবার সঞ্জুকে অধিনায়ক রাখা হলেও তিনি সব ম্যাচ খেলতে না পারায় রিয়ান পরাগকে অধিনায়ক করা হয়েছিল। চুক্তির অঙ্গ হিসেবেই নাকি জাদেজা এটি চাইছেন। যে তাঁকে অধিনায়ক করা হোক। প্রসঙ্গত, রাজস্তানের হয়েই আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল জাদেজার। চ্যাম্পিয়নও হয়েছিলেন ২০০৮ সালে। সূত্রের খবর, খুব শীঘ্রই নাকি এ ব্যাপারে সরকারি ঘোষণা হতে পারে দুই ফ্রাঞ্চাইজির তরফে।


এটা ঘটনা রাজস্থানে দীর্ঘদিন ধরে খেলছেন সঞ্জু। রাজস্থানের হয়ে আইপিলে সবচেয়ে বেশি রানও তাঁরই। করেছেন ৪০২৭ রান। কিন্তু এবার তিনি দল ছাড়তে চান। রাজস্থান ২০২৫ সালে ১৮ কোটি টাকায় রিটেন করেছিল সঞ্জুকে।


অন্যদিকে, ২০১২ থেকে চেন্নাইয়ে খেলছেন জাদেজা। তাঁকেও ১৮ কোটি টাকায় রিটেন করেছিল চেন্নাই। চেন্নাইয়ের হয়ে আইপিএলে সবচেয়ে বেশি ১৪৩ উইকেট তাঁরই। এখনও অবধি খেলেছেন ২৫৪ ম্যাচ। তবে জাদেজার প্রথম টিম কিন্তু ছিল রাজস্থানই। ২০০৮ সালে সেই দলের হয় আইপিএলও জিতেছিলেন জাদেজা।