আজকাল ওয়েবডেস্ক: ইডেনে মাইলস্টোন ছুঁয়ে ফেললেন রবীন্দ্র জাদেজা। টেস্ট ক্রিকেটে ৪০০০ রান পার করলেন। দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্ট চলাকালীন এই রেকর্ড করলেন তারকা অলরাউন্ডার। বিশ্বক্রিকেটের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের পাশাপাশি ৪০০০ রান সম্পূর্ণ করেন। এই অনবদ্য নজিরে ইয়ান বথাম, কপিল দেব এবং ড্যানিয়েল ভেত্তোরিদের ক্লাবে প্রবেশ করলেন। ইডেনে টেস্টের দ্বিতীয় দিন মাইলস্টোন ছুঁয়ে ফেললেন। ভারতীয় ইনিংসের ৪৪তম ওভারে ১০ রান করা মাত্র এই নজির গড়েন। মাত্র ৮৭ টেস্টে এই রেকর্ড করেন। ইয়ান বথামের পর দ্বিতীয় দ্রুততম হিসেবে এই নজির জাড্ডুর। ৭২ টেস্টে এই রেকর্ড করেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার। 

ক্রিকেট কেরিয়ারে ৫২০০ রানের পাশাপাশি ৩৮৩ উইকেট নেন বথাম। কপিল দেবের রান ৫২৪৮। পাশাপাশি নেন ৪৩৪ উইকেট। ১৩১ টেস্টে এই রেকর্ড। ভেত্তোরি করেন ৪৫৩১ রান। উইকেট সংখ্যা ৩৬২। টেস্ট কেরিয়ারে ছ'টি শতরান এবং ২৭ অর্ধশতরান রয়েছে জাদেজার। ইতিমধ্যেই ৩৪১ উইকেট নিয়েছেন। ১৫ বার পাঁচ উইকেট নেন। এদিন ব্যাট হাতে ৪০০০ রান পেরিয়ে যান কেএল রাহুলও। ১৮তম ভারতীয় হিসেবে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। অন্যদিকে বীরেন্দ্র শেহবাগের রেকর্ড টপকে যান ঋষভ পন্থ। ভারতের হয়ে টেস্ট সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়েন। তাঁর ছক্কার সংখ্যা ৯১। ভারতীয় ইনিংসের ৩৮তম ওভারে কেশব মহারাজকে ছয় মেরে এই রেকর্ড করেন।