আজকাল ওয়েবডেস্ক: রাহুল দ্রাবিড়ের হটসিটে বসেছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার মাটিতে সীমিত ওভারের সিরিজ দিয়ে শুরু করেন কোচ গৌতম গম্ভীর। ঘরের মাঠে বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়েছে ভারতীয় দল। তার পরই অতীত ও বর্তমান দুই কোচকে নিয়ে মন্তব্য করলেন রবিচন্দ্রন অশ্বিন। 

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ''আমার মতে গম্ভীর চিন্তামুক্ত থাকে সবসময়ে। আমি ওকে রিল্যাক্সড র‌্যাঞ্চো বলতে চাই। কোনও চাপই নেই। সকালে দলের হাডল হয়। সেখানেও গম্ভীর খুব রিল্যাক্সড থাকে। ভাবটা এরকম, তুমি কি আসছ? প্লিজ এসো?''

গম্ভীর যদি রিল্যাক্সড হন, অশ্বিনের কথায় রাহুল দ্রাবিড় ভীষণ কড়া প্রকৃতির। অশ্বিন বলেছেন, ''রাহুল ভাই সম্পূর্ণ অন্যধরনের কোচ। সব জিনিস ঠিক জায়গায় থাকতে হবে। একটা বোতলও অন্য জায়গায় রাখা যাবে না। সব নির্দিষ্ট জায়গাতেই রাখতে হবে। রাহুল ভাই রেজিমেন্টেড।'' 

গম্ভীর সম্পর্কে উচ্ছ্বসিত অশ্বিন। ভারতের তারকা অফস্পিনার আরও বলেছেন, গম্ভীর কিছুই প্রত্যাশা করে না। ও খুব রিল্যাক্সড থাকে। পিপলস ম্যান বলতে যা বোঝায়, গম্ভীর তাই। সবার মন জিতে নিতে পারে। ছেলেরাও ওকে পছন্দ করবে।''