আজকাল ওয়েবডেস্ক: পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৬ মরশুমের আগে অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন অবসর ঘোষণা করেন। তিনি আইপিএল-ও খেলবেন না বলে জানান।
আইপিএলের আগে সিএসকে-র শিরঃপীড়ার কারণ হবে অশ্বিনের বিকল্প খুঁজে পাওয়া। অশ্বিনের বিকল্প কে হবেন তা নিয়ে চলছে জল্পনা। চলছে চর্চা।
উপযুক্ত বিকল্প খুঁজে বের করার চেষ্টায় সিএসকে। একটি তামিল সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, সিএসকে জাতীয় দলের প্রতিশ্রুতিমান অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়ার জন্য চেষ্টা করছে। সুন্দর গুজরাট টাইটান্স এর সঙ্গে চুক্তিবদ্ধ।
আরও পড়ুন: চোট পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার, এবার তিন ম্যাচের জন্য ছিটকে গেলেন এই অলরাউন্ডার ...
সুন্দর চেন্নাইয়ের নাড়িনক্ষত্র জানেন। প্রতিবেদন অনুযায়ী, সিএসকে গুজরাটের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। কোনওরকম শর্ত ছাড়াই অলরাউন্ডারকে ছেড়ে দিতে ইচ্ছুক বলে মনে করা হচ্ছে।
জোর গুজব এবং আনুষ্ঠানিক আলোচনার খবর ছড়ালেও বিভ্রান্তি রয়ে গিয়েছে। সম্প্রতি ইউটিউবে এক আলাপচারিতায় সিএসকে-র প্রাক্তন তারকা রবি অশ্বিন নিজেই একটি পরস্পরবিরোধী বক্তব্য প্রকাশ করেছেন।
অশ্বিন জানিয়েছেন যে, সুন্দরের সঙ্গে কথা বলার সময়ে, অলরাউন্ডার দাবি করেছিলেন যে তিনি চেন্নাইয়ে ফেরার বিষয় সম্পর্কে কিছুই জানেন না। চেন্নাই সুপার কিংস নতুন মরশুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। অশ্বিনের ছেড়ে যাওয়া বিশাল শূন্যস্থান পূরণ করার জন্য এই অলরাউন্ডারকে নিশ্চিত করা চেন্নাই ফ্র্যাঞ্চাইজির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।
অশ্বিন বলেন, ''আমি ওয়াশিংটন সুন্দরকে ফোন করেছিলাম। ওর সঙ্গে কথা বলেছি। ওয়াশি আমাক বলে, ট্রেডের ব্যাপারে আমি কিছু জানি না। ফ্র্যাঞ্চাইজি আমার সঙ্গে যোগাযোগ করেনি এই ব্যাপারে। আমি জিটি-তে ভাল আছি। আমার ক্রিকেটের উন্নতি হয়েছে।''
গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অশ্বিন। ওয়ানডে ও টি২০ দলে তিনি আর এখন সুযোগ পান না। আইপিএল থেকেও সরে দাঁড়িয়েছেন। বিগ ব্যাশ লিগে খেলবেন অশ্বিন।
আরও পড়ুন: সূর্য–গিলের মারকাটারি ইনিংসে বাধ সাধল বৃষ্টি, সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত ...
