আজকাল ওয়েবডেস্ক: দল নিয়ে শ্রীলঙ্কা উড়ে গেছেন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ গৌতম গম্ভীর। শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ। অর্থাৎ কাল থেকেই নতুন মিশন শুরু গৌতম গম্ভীরের।
এদিকে, নতুন কোচ গম্ভীরকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন রবি শাস্ত্রী। ২০২১ সালে টি২০ বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর পরিবর্তে টিম ইন্ডিয়ার কোচের আসনে বসেছিলেন রাহুল দ্রাবিড়। ২০২৪ টি২০ বিশ্বকাপ জিতে সরে গেছেন রাহুল। এবার দায়িত্বে গম্ভীর। তিনি সফল হবেন?
শাস্ত্রীর মতে, ‘গম্ভীর একদমই সমসাময়িক। আইপিএলে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছে। একদম ঠিকঠাক বয়সে গম্ভীর দায়িত্বটা পেয়েছে। দলের মধ্যে নতুন ধারনার জন্ম দিতে পারবে গম্ভীর। সাদা বলের ক্রিকেটের বেশিরভাগ ক্রিকেটারকেই ও চেনে।’ এরপরই শাস্ত্রীর সংযোজন, ‘গম্ভীরকে দীর্ঘদিন ধরেই চিনি। বোকা নয়। দল ও ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ ধারনা আছে। ভীষণ পরিণত। একটা তৈরি দল পেয়েছে। এখানে টিম ম্যানেজমেন্টের বিষয়টাই আসল। সেটা গম্ভীর কীভাবে সামলায়, সেটাই দেখার। আমার মতে ওর মধ্যে অভিজ্ঞতা আছে। ও পারবে।’ এরপরই শাস্ত্রীর সংযোজন, ‘ক্রিকেটারদের মনটা দ্রুত বুঝে নিতে হবে গম্ভীরকে। ওদের শক্তি ও দুর্বলতা বোঝাটা প্রয়োজন। মানুষ হিসেবে কেমন সেটাও জানা দরকার। ব্যক্তিত্বও বোঝা জরুরি। এটাই গম্ভীরের সবচেয়ে বড় কাজ। তবে গম্ভীর এই ক্রিকেটারদের প্রায় সমসাময়িক হওয়ায় ওর সমস্যা হবে না। এই ক্রিকেটারদের অনেকের সঙ্গেই লখনউ ও কলকাতায় ছিল গম্ভীর।’
এদিকে, নতুন কোচ গম্ভীরকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন রবি শাস্ত্রী। ২০২১ সালে টি২০ বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর পরিবর্তে টিম ইন্ডিয়ার কোচের আসনে বসেছিলেন রাহুল দ্রাবিড়। ২০২৪ টি২০ বিশ্বকাপ জিতে সরে গেছেন রাহুল। এবার দায়িত্বে গম্ভীর। তিনি সফল হবেন?
শাস্ত্রীর মতে, ‘গম্ভীর একদমই সমসাময়িক। আইপিএলে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছে। একদম ঠিকঠাক বয়সে গম্ভীর দায়িত্বটা পেয়েছে। দলের মধ্যে নতুন ধারনার জন্ম দিতে পারবে গম্ভীর। সাদা বলের ক্রিকেটের বেশিরভাগ ক্রিকেটারকেই ও চেনে।’ এরপরই শাস্ত্রীর সংযোজন, ‘গম্ভীরকে দীর্ঘদিন ধরেই চিনি। বোকা নয়। দল ও ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ ধারনা আছে। ভীষণ পরিণত। একটা তৈরি দল পেয়েছে। এখানে টিম ম্যানেজমেন্টের বিষয়টাই আসল। সেটা গম্ভীর কীভাবে সামলায়, সেটাই দেখার। আমার মতে ওর মধ্যে অভিজ্ঞতা আছে। ও পারবে।’ এরপরই শাস্ত্রীর সংযোজন, ‘ক্রিকেটারদের মনটা দ্রুত বুঝে নিতে হবে গম্ভীরকে। ওদের শক্তি ও দুর্বলতা বোঝাটা প্রয়োজন। মানুষ হিসেবে কেমন সেটাও জানা দরকার। ব্যক্তিত্বও বোঝা জরুরি। এটাই গম্ভীরের সবচেয়ে বড় কাজ। তবে গম্ভীর এই ক্রিকেটারদের প্রায় সমসাময়িক হওয়ায় ওর সমস্যা হবে না। এই ক্রিকেটারদের অনেকের সঙ্গেই লখনউ ও কলকাতায় ছিল গম্ভীর।’
