আজকাল ওয়েবডেস্ক: বাবর আজমকে দল থেকে বাদ দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বলে আশঙ্কা করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান রামিজ রাজা। তাঁর মতে পাক ক্রিকেটের একমাত্র বিপণন যোগ্য এই বাবর আজম। আর কেউ বিক্রয়যোগ্যই নন। বাবর আজমকে ছাড়া মাঠে নামলে উৎসাহ হারাতে পারেন দর্শকরা। পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট ম্যাচ থেকে মুখ ঘোরাতে পারেন পাক সমর্থকরা। 

মুলতানে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টের প্রথম দিনই এমন মন্তব্য করেছেন রামিজ রাজা। দ্বিতীয় টেস্টের জন্য  পাক দলে ব্যাপক রদবদল ঘটানো হয়েছে। মাত্র এক পেসারকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে খেলতে নেমেছে শান মাসুদের দল। 

বাবরের বাদ পড়া প্রসঙ্গে রামিজ বলেছেন, ''একটা জিনিস আমাদের বোঝা দরকার। পাকিস্তানের ক্রিকেট বিক্রি করে বাবর। এই মুহূর্তে পরিস্থিতি যা তাতে বাবরকে নিয়ে বিতর্ক চলছে। আবারও কি ব্যর্থ হবে বাবর? নাকি প্রত্যাবর্তন ঘটবে? আমি তো এই পাকিস্তান দলে কোনও বিপণন যোগ্য ক্রিকেটারকে দেখছি না। পাকিস্তান ক্রমাগত হেরে চলেছে। এদিকে বাবর আজমকে বাদ দেওয়া হল। স্পনসররাও কিন্তু এতে চিন্তিত হবে।'' 

পাক ক্রিকেট ক্রমশ পিছু হঠছে। বাংলাদেশের কাছেও হার মেনেছে টেস্ট ফরম্যাটে। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে লজ্জাজনকভাবে হারতে হয়েছে পাকিস্তানকে। তার পরই দলে ব্যাপক রদবদল ঘটানো হয়েছে। বাবর আজমকে বাদ দেওয়া পাকিস্তান ক্রিকেটের জন্য মোটেও ভাল বার্তা বয়ে আনছে না।