আজকাল ওয়েবডেস্ক: পথ দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত ঋষভ পন্থকে বাঁচিয়ে শিরোনাম হয়েছিলেন রজত কুমার। সেই রজত কুমারই এখন মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
প্রেমিকার সঙ্গে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। তাঁর প্রেমিকার মৃত্যু হয়েছে। কিন্তু সঙ্কটজনক অবস্থায় রয়েছেন রজত।
২৫ বছরের রজত কুমারের প্রেমিকা ২১ বছরের মনু কাশ্যপ। ভিন্ন জাতের, সেই কারণে দু'জনের পরিবার তাঁদের সম্পর্ক স্বীকার করেনি। অন্যত্র স্থির করা হয়েছিল তাঁদের বিয়ে। এই প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি রজত ও মনু। বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নেন দু' জন। মনুর মা কিন্তু রজতের বিরুদ্ধেই অভিযোগ আনেন। জানান, রজত তাঁর মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যান এবং পরবর্তীতে মনুকে বিষ প্রয়োগ করেন।
২০২২ সালের ৩০ ডিসেম্বর ঋষভ পন্থ ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখীন হন। রজত ও তাঁর বন্ধু নিশু কুমার ভারতের তারকা উইকেট কিপারকে উদ্ধার করেছিলেন।
দুই যুবক দুর্ঘর্টনা স্থলের অনতিদূরে স্থাপিত ফ্যাক্টরিতে কাজ করছিলেন। সেই সময়ে পন্থের গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল। দুই যুবক পন্থকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করেন। তাঁদের উপস্থিত বুদ্ধি এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ প্রশংসিত হয়। পন্থ ফিরে এসেছেন ক্রিকেটে। দিনকয়েক আগে এই দুই যুবাকে উপহারও দিয়েছিলেন ভারতের তারকা উইকেট কিপার। পন্থের সেই ত্রাতাই এবার জীবনমৃত্যুর দোলাচলে।
