আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরে আইপিএলের মিনি নিলাম। সঞ্জু স্যামসনকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস। ধোনির দলে যাচ্ছেন তিনি। এই খবর নতুন নয়। উইকেটকিপার ব্যাটারের পরিবর্তে চেন্নাই সুপার কিংস থেকে রবীন্দ্র জাদেজা এবং স্যাম করনকে নিতে চাইছে রাজস্থান। তবে হঠাতই একটি বদল এসেছে। জাদেজার রাজস্থানে আসা প্রায় নিশ্চিত। কিন্তু দ্বিতীয় প্লেয়ারের নাম নিয়ে এখনও ভাবছে তাঁরা। সিএসকে করনকে ট্রেড করতে চাইছে। কিন্তু রাজস্থান দ্বিতীয় প্লেয়ার হিসেবে অন্য একজনকে চাইছে। তাঁদের পছন্দ মাথিসা পথিরানা। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, চেন্নাই শ্রীলঙ্কার স্পিনারকে নিতে চায় না।
জাদেজাকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে রাজস্থান। কিন্তু স্যাম করনের পরিবর্তে পথিরানাকে চাইছে। রিপোর্টে বলা হয়েছে, জাদেজা রাজি হওয়ার পরই তাঁকে ট্রেড করার কথা ভেবেছে সিএসকে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে এমএস ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় এবং স্টিফেন ফ্লেমিংয়ের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। আইপিএলের প্রথম দু'বছর রাজস্থানে ছিলেন জাদেজা। কিন্তু কোটিপতি লিগে অধিকাংশ সময় চেন্নাইয়ে কাটান। শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজির অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ারই নয়, ২০২২ আইপিএলের আগে ধোনি সরে যাওয়ার পর জাদেজাকে অধিনায়ক করা হয়। অন্যদিকে ২৭ বছরের অলরাউন্ডার চেন্নাইয়ের পাশাপাশি পাঞ্জাব কিংসেও খেলেন। পথিরানা সিএসকের প্রোডাক্ট। তাঁকে তৈরি করা হচ্ছে। এদিকে ১১ বছর ধরে রাজস্থানে আছেন সঞ্জু। আগের আইপিএলের পর উইকেটকিপার ব্যাটার স্পষ্ট জানান, ফ্র্যাঞ্চাইজি বদলের কথা ভাবছেন। ট্রেড সম্পূর্ণ করতে আইপিএলের গভার্নিং কাউন্সিলের কাছে আবেদন জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্লেয়াররা লিখিত অনুমোদন দিলে, দুই দলের মধ্যে চূড়ান্ত চুক্তি হবে। যা গভার্নিং বডিতে পাস করাতে হবে।
সঞ্জু স্যামসনের চেন্নাইয়ে আসার অর্থ, এমএস ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন। টি-২০ তে যে ফর্মে রয়েছেন, সঞ্জুর দলে থাকা নিশ্চিত। সেক্ষেত্রে উইকেটের পেছনে কাকে দেখা যাবে? নিলামের আগে ধোনিকে নিয়ে বড় আপডেট দেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন। সিএসকের সিইও জানান, ২০২৬ আইপিএলে খেলবেন ধোনি। এখনই অবসরের কোনও পরিকল্পনা নেই ক্যাপ্টেন কুলের। প্রভোক লাইফস্টাইল ম্যাগাজিনে নিজের নাতির সঙ্গে আলোচনায় বিশ্বনাথন বলেন, 'না, ধোনি এই আইপিএলের আগে অবসর নিচ্ছে না।' তারকা ক্রিকেটারের অবসর পরিকল্পনা নিয়ে পাল্টা প্রশ্ন করা হয় চেন্নাইয়ের সিইওকে। তার উত্তরে তিনি জানান, ধোনির সঙ্গে কথা বলে জানাবেন। ধোনির নেতৃত্বে আইপিএলের সফল ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস। পাঁচবারের খেতাবজয়ী। সবচেয়ে বেশিবার প্লে অফে খেলেছে।
