আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টি পিছু ছাড়ছে না ভারতের। টেস্টের পর এবার টি-২০ সিরিজের প্রথম ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যেতে পারে। রবিবার ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু সেদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে গোয়ালিয়রে। ১৪ বছর পর সেখানে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা। যার ফলে এই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনাও বেশি। কিন্তু আবহাওয়া চিন্তায় ফেলে দিয়েছে আয়োজকদের। যেভাবে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে, পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। সেদিনও বৃষ্টি হলে মাঠকর্মীদের পরীক্ষার মুখে পড়তে হবে। পিচ এবং মাঠ খেলার উপযুক্ত করে তুলতে কালঘাম ছুটবে তাঁদের। কারণ গোয়ালিয়রে‌ অত্যাধুনিক পরিকাঠামো নেই। 

নিজেদের শহরে আবার আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসার অপেক্ষায় গোয়ালিয়রের ক্রিকেট ভক্তরা। ২০১০ সালে এখানে শেষ ম্যাচ হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০ রান করেছিলেন শচীন তেন্ডুলকর। দীর্ঘ অপেক্ষার পর আবার ক্রিকেট ফিরছে সেই শহরে। তাই ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু গত কয়েকদিনের আবহাওয়া ক্রিকেটপ্রেমীদের চিন্তা বাড়িয়েছে। পূর্বাভাস অনুযায়ী, পরের দু'দিন টানা বৃষ্টি হওয়ার কথা। ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যার ফলে কোনওভাবেই ২০ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। তবে আশা করা যাচ্ছে, বৃষ্টিতে পুরো ম্যাচ ভেস্তে যাবে না। প্রয়োজনে ওভার কমিয়ে হলেও ম্যাচ আয়োজন করতে বদ্ধপরিকর গোয়ালিয়রের ক্রিকেট কর্তারা।