আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির সম্ভাবনা ছিল। আর সেটাই হল সত্যি। ব্রিসবেনের গাব্বায় বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ রয়েছে। মেঘলা আবহাওয়ায় টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। কিন্তু ১৩.২ ওভার খেলা হতে না হতেই নামে বৃষ্টি। অস্ট্রেলিয়ার রান তখন বিনা উইকেটে ২৮। খেলছিলেন ম্যাকসুইনি ও খোওয়াজা।
এদিকে, তৃতীয় টেস্টে ভারতীয় দলে হল দুটি বদল। এডিলেডে রবিচন্দ্রন অশ্বিনকে গোলাপি বলের টেস্টে খেলালেও ব্রিসবেনে দলের বাইরে তিনি। নেওয়া হয়নি হর্ষিত রানাকেও। সেই জায়গায় ভারতীয় দলে সুযোগ পেলেন রবীন্দ্র জাদেজা এবং আকাশ দীপ।
এডিলেডে বল হাতে বড় একটা সফল হননি অশ্বিন। তাই প্রথম একাদশে ফেরানো হল জাদেজাকে। জাড্ডু ফেরায় ভারতের লোয়ার অর্ডার কিছুটা শক্তিশালী হল। তিন টেস্টে তিন স্পিনারকে খেলাল ভারত। পারথে ওয়াশিংটন সুন্দর, এডিলেডে অশ্বিনের পর গাব্বায় জাড্ডু।
বাংলার পেসার আকাশ দীপের দলে ফেরাটা প্রত্যাশিত ছিল। কারণ হর্ষিত রানা এডিলেডে একদমই ভাল বল করতে পারেননি। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে ভাল বল করেছিলেন আকাশ দীপ। কিন্তু অস্ট্রেলিয়ায় প্রথম দুটো টেস্টে জায়গা পাননি প্রথম একাদশে। গাব্বায় পেলেন।
এই দুটো বদল ছাড়া বাকি দল একই রয়েছে।
