আজকাল ওয়েবডেস্ক: রাজার মুকুট, রাজার সাজ...। রাহুল দ্রাবিড় কি রাজা সেজেছেন কখনও? তিনি সম্রাট নন, মহারাজাও নন, খুব বেশি হলে তিনি জায়গিরদার।

রাজার মুকুট তাঁকে মানায় না। তিনি পার্শ্বচরিত্র হয়ে থাকতেই বুঝি বেশি পছন্দ করেন। দু' নম্বর জার্সি সবচেয়ে ভালো বোধহয় তাঁকেই মানায়। দলের ক্যাপ্টেন হলেও তিনি একনম্বর নন।

১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন রাহুল দ্রাবিড়। অধিনায়ক হিসেবে তিনি পেয়েছেন মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে এসে দ্রাবিড় জানালেন তাঁর পছন্দের অধিনায়কের নাম।

ঘর্মাক্ত দ্রাবিড় মুখ মুছছেন জামার হাতা দিয়ে, তারপরই ব্যাট হাতে স্টান্স নিচ্ছেন উইকেটের সামনে। সূর্য এদিকে এক আকাশ থেকে অন্য আকাশে হাঁটা লাগিয়েছে। রাহুল দ্রাবিড় ব্যাট করেই চলেছেন। তাঁকে আউট করে কার সাধ্যি! 

সেই দ্রাবিড়ের কাছে সেরা অধিনায়ক ভি বি চন্দ্রশেখর। যিনি জাতীয় দলকে কখনওই নেতৃত্ব দেননি। তামিলনাড়ুর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি নেতৃত্ব দিয়েছেন। ভারতের হয়ে খেলেন মাত্র সাতটি ওয়ানডে। সেই তিনিই দ্রাবিড়ের সেরা ক্যাপ্টেন। 

আরও পড়ুন: দীর্ঘমেয়াদি চুক্তিতে মোহনবাগানে মেহতাব, কলকাতায় পা রেখেই জানিয়ে দিলেন, ডার্বি জিততে চান

দ্রাবিড় বলছেন, ‘'আমি চন্দ্রশেখরের নেতৃত্বে খেলা উপভোগ করেছি। আমার কেরিয়ার সদ্য শুরু হয়েছে সেই সময়ে। তামিলনাড়ুর হয়ে তাঁর নেতৃত্বে লিগ ক্রিকেট খেলার সময়ে অনেক কিছু শিখতে পেরেছি।'' 

দ্রাবিড় নিজেও ক্যাপ্টেন ছিলেন ভারতের। সৌরভ গঙ্গোপাধ্যায় জাতীয় দলের কক্ষপথ থেকে তখন ছিটকে গিয়েছেন। গ্রেগ চ্যাপেলকে ভিলেন ঠাউরেছে গোটা দেশ। তাঁর উপরে মারাত্মক ক্ষিপ্ত সাধারণ দর্শককূল। এরকম আবহেই ইডেনে ওয়ানডে খেলতে নামে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতের নেতৃত্ব তখন রাহুল দ্রাবিড়ের হাতে। 

সেই ওয়ানডে-তে ইডেন গলা ফাটিয়েছিল দক্ষিণ আফ্রিকার হয়ে। ঘরের ছেলে সৌরভকে ইচ্ছাকৃত ভাবে দূরে ঠেলে দেওয়া হয়েছে, ইডেন তা মানবে কেন? ভারত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৮ রান করেছিল। আর দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটেই তুলে নেয় ১৮৯ রান। ক্যাপ্টেন রাহুল দ্রাবিড় পরে বলেছিলেন, "দেশে নাকি দেশের বাইরে খেলছি, বুঝতেই পারিনি।" 

ইডেনে ওয়াসিম আক্রম একের পর এক রিভার্স সুইং করাচ্ছেন। রাহুল দ্রাবিড় যেন নেট করছেন। বল ছাড়ছেন। বলের লাইনে পৌঁছে যাচ্ছে তাঁর শরীর। কী সুন্দর ব্যালান্স। ভারসাম্য হারাচ্ছেন না দ্রাবিড়। হঠাৎই আক্রমের একটা বল রাহুল দ্রাবিড়ের ব্যাট এড়িয়ে তাঁর অফস্টাম্পে চুমু খেয়ে চলে গেল। দ্রাবিড় স্তম্ভিত। নিজেও বুঝতে পারছেন না, তাঁর জমাটি ডিফেন্স ভেদ করে বল কীভাবে গলে গেল। আউট দ্রাবিড়। পাকিস্তান দল উদযাপন করছে। সেই আক্রম প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, ''ওয়াসিম আক্রমকে যাঁরা কেরিয়ারের শুরুর দিকে খেলেছে, তাঁরা বলেছে আক্রম অন্য ধরনের বোলার ছিল। আমি সেটা আন্দাজ করতে পারি। শেষ সময়েও ওয়াসিম আক্রম দুর্দান্ত ছিল।'' ওয়াসিম আক্রম শর্ট রান আপে বলকে কথা বলাতেন। পাক তারকার রিভার্স সুইং যে কোনও ব্যাটারের ডিফেন্স ভেঙে দিত। আক্রমের প্রশংসা দ্রাবিড়ের মুখে। 

আরও পড়ুন:  'মানুষের প্রাণের মূল্য..', ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক প্রাক্তন তারকা