আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির উইকেট নেওয়া রেলওয়েজের পেসার হিমাংশু সাংওয়ানের পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সাংওয়ানের ডেলিভারিটিকে ‘অসাধারণ’ বলে জানিয়েছেন অশ্বিন। হিমাংশুকে সাধারণ রঞ্জি বোলারদের মধ্যে রাখেননি তিনি। জানিয়েছেন, ‘হিমাংশু সাংওয়ান অসাধারণ বল করেছেন। তিনি কোনও সাধারণ রঞ্জি ট্রফি বোলার নন। হিমাংশু একজন পারফর্মার। ওর বলটা দুর্দান্ত ছিল। কোহলির ব্যাট এবং প্যাডের মাঝে ফাঁক ছিল, আর এই ধরনের ক্লাস ডেলিভারি উইকেট পাওয়ার যোগ্য। উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে মাঠে নামেন বিরাট কোহলি।
কিন্তু মাত্র ৬ রান করেই হিমাংশু সাংওয়ানের বলে আউট হন। ১৫টি বল খেলে সাজঘরে ফেরেন। ম্যাচে প্রথম ইনিংসে সাংওয়ান ৫৫ রানে ৪টি উইকেট নেন। দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনি ৯৯ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পাশাপাশি, সুমিত মাথুরের ৮৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস ও লোয়ার অর্ডারের অবদানে দিল্লি প্রথম ইনিংসে ৩৭৪ রান করে ১৩৩ রানের লিড নেয়। অরুণ জেটলি স্টেডিয়ামে হাজার হাজার দর্শক আশা করেছিলেন যে দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির ব্যাটিং দেখা যাবে। কিন্তু অফ-স্পিনার শিবম শর্মার পাঁচ উইকেটে রেলওয়েজ মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায়। এক ইনিংস ও ১৯ রানে ম্যাচ জিতে নিয়েছে দিল্লি। সাত ম্যাচে দুই জয় ও ২১ পয়েন্ট নিয়ে গ্রুপ-ডি-তে তৃতীয় স্থানেই রঞ্জি ট্রফি অভিযান শেষ করতে হয়েছে দিল্লিকে।
