আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে অবসর নিয়েছেন সদ্য। ফলে এখন বিদেশের লিগে খেলতে সমস্যা নেই রবিচন্দ্রন অশ্বিনের। ইতিমধ্যেই নাকি ভবিষ্যতের পরিকল্পনা করে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। আর সেটা অস্ট্রেলিয়ায়। শোনা যাচ্ছে, বিগ ব্যাশ লিগে খেলার জন্য ইতিমধ্যেই কথাবার্তা চলছে ৩৮ বছর বয়সি স্পিনারের। সেই জল্পনা সত্যি হলে, প্রথম ভারতীয় হিসেবে বিবিএলে খেলবেন অশ্বিন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ নাকি ইতিমধ্যেই অশ্বিনের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘অশ্বিনের মতো স্বনামধন্য প্লেয়ারকে বিবিএলে পেলে আমাদের অনেক দিক থেকে লাভ হবে। ও চ্যাম্পিয়ন ক্রিকেটার। ওর আগমনে বিগ ব্যাশ লিগ আরও সমৃদ্ধ হবে।’ অশ্বিনও নাকি জানিয়েছেন তিনি এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলা শুরু করেছেন।
আরও পড়ুন: ইউএস ওপেনের শেষ চারে জোকার, ফ্রিৎজকে হারিয়ে নিলেন বদলা
যদিও বিষয়টা কিন্তু অতটা সহজ হবে না অশ্বিনের কাছে। কারণ ডিসেম্বরে শুরু হতে চলা বিবিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই নিজেদের ‘পার্স’ খরচ করে ফেলেছে। অশ্বিনকে কেনার খরচও নেহাৎ কম হবে না। ফলে কীভাবে সমাধানসূত্র পাওয়া যায়, সেই চেষ্টা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সব ঠিকঠাক চললে মেলবোর্নের দলে খেলতে পারেন অশ্বিন। বিবিএল’ও যথেষ্ট আগ্রহী প্রাক্তন ভারতীয় অফস্পিনারকে নিয়ে। কারণ ভারতীয় তারকারা বিগ ব্যাশে খেলেন না। আর প্রথম ভারতীয় হিসেবে অশ্বিন খেললে বিবিএলের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, জল্পনা ছিল অবসরের পর অশ্বিনের পরবর্তী গন্তব্য হতে পারে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগ। তারপর শোনা গিয়েছিল দক্ষিণ আফ্রিকা লিগে তিনি খেলতে পারেন। যদিও এ বিষয়ে অশ্বিনের পক্ষ থেকে সরাসরি এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এখন শোনা যাচ্ছে, অশ্বিন বিবিএলে খেলতে পারেন।
আরও পড়ুন: চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় মুখ খুললেন বিরাট, কী বললেন শুনলে চোখে জল আসবে ...
আইপিএল থেকে অবসর নেওয়ার পর অবশ্য অশ্বিন বলেছিলেন, ‘আগামী বছর আইপিএল খেলতে পারব কি না, তা নিয়ে ভেবেছিলাম। আইপিএল শেষ হয়েছে তিন মাস হল। এরপর ক্রিকেটের মধ্যে নেই। এই সময়টা আমার জন্য খুবই ক্লান্তিকর। এমএস ধোনির মতো ক্রিকেটারকে দেখে অবাক হয়ে যাই। এত বছর ধরে কীভাবে খেলতে পারছে! বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আইপিএলের মতো প্রতিযোগিতা খেলা কঠিন হয়ে যায়। বহু জায়গায় ঘুরে ঘুরে ক্রমাগত ম্যাচ খেলতে হয়। যা বেশ শক্ত একটা ব্যাপার।’ প্রসঙ্গত, আইপিএলে ১৮৭ উইকেট রয়েছে তাঁর। এরপরই অবশ্য অশ্বিন জানান, ‘জীবনে কোনও অনুশোচনা রাখতে চাই না। অবশ্যই ক্রিকেট খেলব। আমার কাছে ক্রিকেট একটি দুর্দান্ত আনন্দের উৎস।’
এটা ঘটনা, ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগের খেলার ব্যাপারে কঠোর নীতি রয়েছে বিসিসিআইয়ের। কোনও সক্রিয় ক্রিকেটার (যাঁরা অবসর নেননি) বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন না। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন। এবার আইপিএল থেকেও অবসর নিলেন অশ্বিন। সুতরাং, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে কোনও বাধা থাকল না তাঁর। এখন শোনা যাচ্ছে বিবিএলে যেতে পারেন তিনি।
