আজকাল ওয়েবডেস্ক: কুমামোতো মাস্টার্স জাপান ২০২৪-এর শুরুটা দুর্দান্ত করলেন পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলস প্রতিযোগিতায় সিন্ধু ২১-১২, ২১-৮-এ হারালেন থাইল্যান্ডের খেলোয়াড় বুসানানকে। রাউন্ড ৩২-এর ম্যাচটি শেষ করতে সিন্ধুর সময় লেগেছে মাত্র ৩৮মিনিট। 

শুরুর দিক অবশ্য সিন্ধু পিছিয়েই ছিলেন। ওপেনিং গেমে ৫-৭-এ পিছিয়ে পড়েছিলেন তিনি। দু' বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা ১১-৯-এ এগিয়ে যান কিছুক্ষণের মধ্যেই। তার পরে আর ফিরে তাকাতে হয়নি ভারতীয় শাটলারকে। পরবর্তী ১৩টি পয়েন্টের মধ্যে ১১টি পয়েন্ট জিতে সিন্ধু প্রথম গেম জিতে নেন। 

আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে দ্বিতীয় গেম শুরু করেন সিন্ধু। দ্বিতীয় গেমে বুসানানকে কোনও সময়তেই এগোতে দেননি সিন্ধু। একসময়ে ভারতীয় শাটলার এগিয়েছিলেন ১১-৭-এ। তার পরে ১২টির মধ্যে ১১টি পয়েন্ট জিতে ম্যাচটাই জিতে নেন সিন্ধু। 

প্যারিস অলিম্পিকে সিন্ধু হতাশ করেন। তার পরে আর্কটিক ওপেন থেকে শুরুতেই ছিটকে যান ভারতীয় তারকা। অক্টোবরে ডেনমার্ক ওপেন সুপার ৭৫০-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছন তিনি। 

মহিলাদের বিভাগে সিন্ধু জিতলেও পুরুষদের বিভাগে লক্ষ্য সেন হতাশই করেন। জাপানের অবাছাই খেলোয়াড় জুন হাওয়ের কাছেই হার মানলেন ভারতীয় তারকা। লক্ষ্য সেন প্রথম গেমটা ২২-২০-তে জিতেছিলেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় গেমে হার মানেন লক্ষ্য। এক ঘন্টা ১৪ মিনিটের লড়াইয়ের শেষে ভারতীয় তারকা আত্মসমর্পণ করেন।