আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মিনি নিলাম হবে আগামী মাসে। ফ্রাঞ্চাইজিগুলি নিলামের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রিটেনশন তালিকা জমা দেওয়া হয়েছে।
এটা ঘটনা, আইপিএলের আগামী নিলামে নতুন করে দল গোছাতে চাইছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টসের মতো দলগুলির কর্তৃপক্ষ পরিকল্পনা শুরু করে দিয়েছেন। পাঞ্জাব সুপার কিংস কর্তৃপক্ষ অবশ্য আসন্ন নিলাম নিয়ে চিন্তিত নন। দলের অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া জানিয়েছেন, এবারের নিলাম তাঁদের কাছে নিয়মরক্ষা ছাড়া কিছু নয়।
ডিসেম্বরের ১৫ অথবা ১৬ তারিখ আবুধাবিতে হবে আইপিএলের নিলাম। পাঞ্জাব কর্তৃপক্ষের হাতে রয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা। আরও চার জন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে তাঁদের। কিন্তু আগামী নিলামে কোনও ক্রিকেটার কিনতে ইচ্ছুক নন ওয়াদিয়ারা।
গত মরসুমে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করেছে পাঞ্জাব। কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে রিকি পন্টিংকে। গত বারের বড় নিলামে ভারসাম্যযুক্ত দলও তৈরি করেছে পাঞ্জাব। কর্তৃপক্ষ মনে করছেন, চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তাঁরা তৈরি করেছেন। তাই অকারণে দলে পরিবর্তন চাইছেন না তাঁরা।
সংবাদসংস্থা পিটিআইকে ওয়াদিয়া বলেছেন, ‘সত্যি বলতে আমাদের এবারের নিলামে যাওয়ার প্রয়োজনই নেই। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। হয়তো আমরা আরও একটু শক্তিবৃদ্ধির চেষ্টা করব।’ তিনি আরও বলেছেন, ‘গত বছর জেড্ডার নিলামটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। পন্টিং এবং আইয়ার দু’জনে একসঙ্গে কাজ করছে। আমাদের অন্য সাপোর্ট স্টাফরাও দারুণ। সব মিলিয়ে আমরা বেশ স্বস্তিকর অবস্থায় রয়েছি।’
গ্লেন ম্যাক্সওয়েলের মতো অলরাউন্ডারকে এবার ছেড়ে দিয়েছেন পাঞ্জাব কর্তৃপক্ষ। আগামী মরসুমে পাওয়া যাবে না বলে ছেড়ে দেওয়া হয়েছে জশ ইংলিসকেও। এছাড়া প্রবীণ দুবে, কুলদীপ সেন, বিষ্ণু বিনোদকে ছেড়ে দেওয়া হয়েছে। এই তিন ক্রিকেটার অবশ্য গত মরসুমে প্রথম একাদশে ছিলেন না। তবু নতুন ক্রিকেটার নেওয়ার আগ্রহ নেই পাঞ্জাব কর্তৃপক্ষের। ওয়াদিয়া বলেছেন, ‘আমাদের আসল লক্ষ্য এখনও পূরণ হয়নি। আমরা আইপিএল চ্যাম্পিয়ন হতে চাই। গত মরসুমে আমরা ভাল পারফর্ম করেছি। এবারও তেমন পারফর্ম করতে চাই আমরা। ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের। কারণ চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে ভাল কিছু হতে পারে না।’
প্রসঙ্গত, দলের শক্তি, ভারসাম্য নিয়ে খুশি ওয়াদিয়া। অকারণ রদবদল করে দলের পরিবেশ পরিবর্তন করতে চাইছেন না তিনি। আইপিএলের আগামী নিলামে কোনও ক্রিকেটারের জন্য ঝাঁপাতে চান না তাঁরা। নিয়ম নেমে নিলামে অংশগ্রহণ করবেন। প্রথম একাদশে আসতে পারেন, এমন কোনও ক্রিকেটারকে পাওয়ার সম্ভাবনা থাকলে তবেই তাঁকে নেওয়ার চেষ্টা করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
