আজকাল ওয়েবডেস্ক: আরও একটি লাইফলাইন পেলেন পৃথ্বী শ। বিজয় হাজারে ট্রফি থেকে বাদ পড়ার পর এবার মুম্বইয়ের আরও একটি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন বর্তমানে সবচেয়ে চর্চিত ক্রিকেটার। লিস্ট এ ক্রিকেটে ভাল পরিসংখ্যান সত্ত্বেও শৃঙ্খলার অভাবে মুম্বই দল থেকে বাদ পড়তে হয় পৃথ্বীকে। তবে তাঁকে আরও একটি টুর্নামেন্ট খেলার সুযোগ দিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমসিএ কোল্টসের ১৮ জনের দলে রাখা হল তাঁকে। শুধু তাই নয়, দলকে নেতৃত্ব দেবেন পৃথ্বী। পুলিশের আমন্ত্রণী শিল্ড ক্রিকেট টুর্নামেন্টে খেলবে এমসিএ কোল্টস। যদিও তাঁর প্রতিভার তুলনায় টুর্নামেন্টের মান অনেকটাই কম। তবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই পদক্ষেপ বলে দিচ্ছে, পৃথ্বী শকে এখনও পুরোপুরি বাদের তালিকায় ফেলেনি এমসিএ। 

বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত চরিত্র তিনি। মুম্বইয়ের সৈয়দ মুস্তাক আলি ট্রফির বিজয়ী দলে ছিলেন। টুর্নামেন্ট শেষে অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, পৃথ্বীকে নিজের কর্মসংস্কৃতি ঠিক করতে হবে। মুম্বই দল থেকে বাদ পড়ার পর, নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তরুণ ক্রিকেটার । সেখানে পৃথ্বী লেখেন, 'ভগবান আমাকে বলো আমাকে আরও কত কী দেখতে হবে..৬৫ ইনিংসে ৩৩৯৯ রান। গড় ৫৫.৭, স্ট্রাইক রেট ১২৬। এরপরও আমি ভাল না..তবে আমি তোমার ওপর ভরসা রাখব। আশা করব সবাই আমার ওপর আস্থা রাখবে। আমি অবশ্যই প্রত্যাবর্তন করব।' মুম্বইয়ের ক্রিকেটার হিসেবে হয়তো এটাই শেষ সুযোগ পৃথ্বীর সামনে। এই সুযোগের সদ্ব্যবহার করে পারফরমেন্স এবং জীবনযাত্রায় উন্নতি না দেখাতে পারলে তাঁর জন্য মুম্বই ক্রিকেটের দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।