আজকাল ওয়েবডেস্ক: হেডিংলি টেস্টে হার দিয়ে অভিযান শুরু করেছে শুভমান গিলের ভারত। 

আর এই হারের সব দায় স্বীকার করে নিয়েছেন ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। একদমই ভাল পরাফরম্যান্স তুলে ধরতে পারেনি তিনি। কোন লেন্থে বল করবেন তিনি, পরের বলটা কেমন হবে, তা সহজেই অনুমান করতে পেরেছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তাঁর বলে ছিল না কামড়ও। 

প্রসিদ্ধ কৃষ্ণাকে বলতে শোনা গিয়েছে, ''আমি অবশ্যই যে লেন্থে বল করতে চেয়েছিলাম, সেভাবে বল করতে পারিনি। ওই দিকের ঢালের সাথে মানিয়ে নিতে আমার কিছুটা সময় লেগেছে। একজন পেশাদার হিসেবে আমার করা উচিত ছিল। আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি। পরের ম্যাচে ভাল করবো বলেই আশা রাখি।''

প্রাক্তন ক্রিকেটাররা কৃষ্ণাকে নিয়ে বিরক্ত। সিরিজের প্রথম টেস্টে তিনি দুশোর উপরে রান দিয়েছেন। কৃষ্ণা বলছেন, ''যখনই আমি বল করতে আসি, আমি অবশ্যই মেডেন বল করার চেষ্টা করতাম। আমি আসলে বাউন্ডারি বা অন্য কিছু দেওয়ার চেষ্টা করি না। আউটফিল্ড দ্রুত ছিল। আমি যে লেন্থ, লাইনে বল করেছি তা বেশিরভাগ সময়ই নিখুঁত ছিল না। ব্যাটসম্যানরা বুঝে ফেলছিল। আমি বাউন্সার করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত রান দিয়ে ফেলেছি।'' 

ভারতীয় বোলাররা প্রথম টেস্টে মোটেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এর মধ্যেই শোনা যাচ্ছে দ্বিতীয় টেস্টে জশপ্রীত বুমরাহকে ছাড়াই মাঠে নামবে ভারত। বুম বুম বুমরাহর অনুপস্থিতিতে ভারত যে শক্তিহীন হয়েই নামবে, তা বলাই বাহুল্য।