আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টাকার কুমির। ফুটবলারদের মধ্যে তাঁর আয় ও সম্পত্তি আকাশছোঁয়া। এরমধ্যেই ব্লুমবার্গ জানিয়েছে, ৪০ বছর বয়সী এই পর্তুগিজই ফুটবল ইতিহাসের প্রথম বিলিওনিয়ার। মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১২ হাজার।
পর্তুগিজ মহাতারকার কেরিয়ার যতই সায়াহ্নের দিকে এগোচ্ছে, ততই তাঁকে নিয়ে তৈরি হচ্ছে কৌতূহল। ততই তাঁকে নিয়ে প্রকাশিত হচ্ছে নানা খবর। শেষমেশ কি এক হাজার গোলের ফলক ছুঁতে পারবেন তিনি? সিআর সেভেন অবশ্য বলেছিলেন, ‘'এক হাজার গোল হলে ভাল, না হলেও ভাল।''
এবার তিনি বললেন, ''আমার পরিবার বলে, তোমার এখন থেমে যাওয়ার সময় এসেছে। সব কিছু অর্জন করা হয়ে গিয়েছে তোমার। এখন কেন আবার হাজার গোল করতে চাইছ? কিন্তু আমি তা মনে করি না। আমি এখনও ভাল খেলছি। আমার ক্লাব ও জাতীয় দলকে সাহায্য করছি। তাহলে কেন থেমে যাব আমি?’'
আরও পড়ুন: তেরো বছর আগে এলকোর বিরুদ্ধে বিরাট জয়, বিশেষ দিনে অস্কারের কাছে কল্যাণী ফিরল পয়মন্ত হয়েই
রোনাল্ডোর সংযোজন, ''আমি নিশ্চিত, যখন খেলা থেকে বিদায় নেব, তখন সম্পূর্ণ তৃপ্তি অনুভব করব। কারণ, আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি। আর খুব বেশি বছর আমার কাছে নেই, কিন্তু যত গুলো বছর আছে, সেগুলো আমি উপভোগ করতে চাই।'’
ভারতে আসার সম্ভাবনা ক্রমশ বাড়ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোয়ার বিরুদ্ধে খেলতে ভারতে আসবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে বহুদিন ধরেই। এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টু–এর ম্যাচে আল-নাসর এফসির হয়ে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে গোয়ায় আসার সম্ভাবনা জোরালো হচ্ছে আরও। এফসি গোয়ার সিইও রবি পুষ্কর জানিয়েছেন, রোনাল্ডোর ভিসা ইতিমধ্যেই প্রসেসিংয়ের জন্য জমা দেওয়া হয়েছে।
আগামী ২২ অক্টোবর গোয়ায় ফতোরদার নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি। আল-নাসর এফসি–র অধিনায়ক রোনাল্ডো যদি সত্যিই দলে থাকেন, তবে গোয়ায় এই ম্যাচই হয়ে উঠবে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু–এর সবচেয়ে আকর্ষণীয় লড়াই। পাশাপাশি, রোনাল্ডোকে প্রথমবার ভারতের মাঠে খেলতে দেখা যাবে সেই আশাতেও বুক বাঁধছেন অনেকে। রিপোর্ট অনুযায়ী, গোয়া পুলিশ ইতিমধ্যেই এফসি গোয়াকে আশ্বাস দিয়েছে যে রোনাল্ডোর সফর নিশ্চিত হওয়ার খবর দেরিতে এলেও নিরাপত্তা নিয়ে কোনও ঘাটতি থাকবে না।
গোয়ায় রোনাল্ডো এলে পুলিশ বাহিনীর সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবি পুষ্কর বলেন, ‘পুলিশ প্রশাসন রোনাল্ডোর বিষয়ে স্পষ্টতা চেয়েছিল। আমরা জানিয়েছি, চূড়ান্ত সিদ্ধান্ত আল-নাসর ক্লাবের, এবং সাধারণত ভ্রমণের ঠিক আগে বিষয়টি জানানো হয়। আল-নাসরের অনুরোধে আমরা রোনাল্ডোর ভিসার আবেদন জমা দিয়েছি।’ উল্লেখ্য, শুধু রোনাল্ডো নয় সৌদি প্রো লিগের তারকাখচিত ক্লাব আল-নাসর দলে রয়েছেন আরও বহু বিশ্বমানের ফুটবলার।
রয়েছেন সাদিও মানে (প্রাক্তন লিভারপুল তারকা), জোয়াও ফেলিক্স (প্রাক্তন চেলসি তারকা) এবং কিংসলে কোমান (প্রাক্তন বায়ার্ন মিউনিখ তারকা)। যদিও রোনাল্ডো এখন পর্যন্ত আল-নাসরের প্রথম দুটি গ্রুপ-পর্বের ম্যাচ এফসি ইস্তিকলল (ঘরের মাঠে) ও আল-জাওরার (ইরাক সফর) বিরুদ্ধে খেলেননি, তবে এফসি গোয়ার বিরুদ্ধে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ভারতের ফুটবলপ্রেমীরা এখন শুধু একটাই প্রশ্নে উত্তাল — ‘ফতোরদায় কি দেখা যাবে রোনাল্ডোকে?’
আরও পড়ুন: মিশনে হিটম্যান! অস্ট্রেলিয়ায় প্রাক্তন পাক অধিনায়কের রেকর্ড ভাঙার হাতছানি রোহিতের সামনে...
