আজকাল ওয়েবডেস্ক: পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভূমিকা নিয়ে যাবতীয় বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন দলের তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।

নেশনস লিগ জয়ের পর আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে আলোচনা শুরু হলেও রোনাল্ডো প্রসঙ্গে ব্রুনো সাফ জানিয়ে দেন, পর্তুগাল দলে রোনাল্ডোকে এখনও দরকার।

রোনাল্ডো ছাড়া পর্তুগাল নাকি ভাল খেলে, এই ধারণা স্পষ্ট নাকচ করে দিয়েছেন তিনি। তাঁর মতে, পর্তুগালের সর্বকালের সেরা তারকার মধ্যে এখনও এমন কিছু গুণ রয়েছে যা দলের অন্য কারোর মধ্যে নেই।

সম্প্রতি, আর্মেনিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে পর্তুগালের ৯-১ গোলে বড় জয়ের পর রোনাল্ডোর দলে না থাকা নিয়ে আবারও বিতর্ক উস্কে ওঠে।

রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে হতাশাজনক হারের পর এই ফল অনেকেই ভাবেন যে রোনাল্ডো না থাকলে দল বেশি সাবলীল।

তবে এক সাক্ষাৎকারে ব্রুনো বলেন, শুধু রোনাল্ডো আছেন না কি নেই, এভাবে পর্তুগালের পারফরম্যান্স বিচার করা ঠিক নয়। ব্রুনো বলেন, ‘বক্সের ভেতরে ক্রিশ্চিয়ানো এখনও অত্যন্ত উচ্চমানের একজন খেলোয়াড়। আমি জানি মানুষ কী ভাবে। অনেকে বলে, রোনাল্ডো না থাকলে আমরা ভাল খেলি, খেলোয়াড়রা বেশি স্বাধীন ও সাবলীল হয়। কিন্তু যদি এমনটা হয়, তাহলে তার দায় আমাদেরও। রোনাল্ডো মাঠে থাকলে আমরা যেন তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করি। কারণ ক্রিশ্চিয়ানো আমাদের অনেক কিছু দিতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘ক্রিশ্চিয়ানো না খেললে যদি গন্সালো (রামোস) খেলে, তাহলে ও প্রেসিংয়ে শক্তিশালী এবং ডায়াগনাল রানে পারদর্শী। প্রত্যেক খেলোয়াড়েরই আলাদা বৈশিষ্ট্য আছে।’

৪০ বছর বয়সী রোনাল্ডো এখনও পুরুষ আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। ২০০৩ সালে অভিষেকের পর ২২৬ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১৪৩।

২০২২ বিশ্বকাপে তৎকালীন কোচ ফার্নান্দো সান্তোস তাঁকে বেঞ্চে বসানোয় তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে আল নাসরে দুর্দান্ত গোল করার সুবাদে নতুন কোচ রবার্তো মার্টিনেজের অধীনে আবার দলে ফেরেন তিনি।

ব্রুনো আরও ব্যাখ্যা করে বলেন, ‘আমি না খেললে আর বার্নার্দো যদি নাম্বার টেন হিসেবে খেলে, সে বেশি বল দখলে রাখতে পারে, আর আমি বেশি ফাইনাল পাস দিই। দলে প্রত্যেক খেলোয়াড়েরই আলাদা আলাদা ভূমিকা থাকে, প্রত্যেকেই কিছু না কিছু যোগ করে। ক্রিশ্চিয়ানোও আমাদের মতোই। আমাদের জানতে হবে কীভাবে একে অপরের শক্তি কাজে লাগিয়ে জাতীয় দলকে উপকৃত করা যায়।’

রোনাল্ডোর নেতৃত্বে পর্তুগাল সাম্প্রতিক সময়ে বেশ সাফল্য পেয়েছে। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে তারা জিতেছে উয়েফা নেশন্স লিগ।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপের শীর্ষে থেকে তারা বিশ্বকাপে জায়গা করে নেয়। বাছাইপর্বে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনাল্ডো, পাঁচটি গোল করেন তিনি।

আর্মেনিয়ার বিরুদ্ধে বড় জয়ে ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস হ্যাটট্রিক করেন। তারপরেই ‘রোনাল্ডো ছাড়া বেশি সাবলীল পর্তুগাল’ তত্ত্ব আবারও সামনে আসে।

তবে ব্রুনোর কাছে বিষয়টি পরিষ্কার। তাঁর মতে রোনাল্ডোকে বদলে দেওয়া নয়, বরং তাঁর সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল চ্যালেঞ্জ।