আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদের জিমখানা মাঠে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়। পণ্ডিচেরির কাছে ৮১ রানে হার বাংলার। মাত্র ২৬ রানের ব্যবধানে ৬.২ ওভারে শেষ ৮ উইকেট হারায় অভিমন্যু ঈশ্বরণের দল। মাত্র ১৬ রানে শেষ ৬ উইকেট হারায়। যার ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউট পর্বে যাওয়া কঠিন হয়ে গেল বাংলার। জয়ের জন্য ১৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ৯৬ রানেই গুটিয়ে যায় বাংলা। লজ্জার হার। ডাহা ব্যর্থ ব্যাটিং। যার ফলে কাজে লাগল না মহম্মদ সামির তিন উইকেট।
ওপেনিং জুটি ভেঙেছিল ৪ ওভারে ৪৪ রানে। ৫.২ ওভারে ৫৮ রানে দ্বিতীয় এবং ৭.৩ ওভারে ৭০ রানে পড়ে তৃতীয় উইকেট। করণ লাল ২৩ বলে ৪০, অভিমন্যু ৬ বলে ১২ এবং অভিষেক পোড়েল ৯ বলে ১১ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। জয়ন্ত যাদব চারটি এবং সিদাক সিং তিন উইকেট নেন। যুবরাজ কেসোয়ানি ১১ বলে ৭, সুদীপ কুমার ঘরামি ৬ বলে ৫, শাকির হাবিব গান্ধী ৫ বলে ৩, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৯ বলে ৮, প্রদীপ্ত প্রামাণিক ৫ বলে ২ রান করেন। টেলএন্ডাররাও রান পায়নি।
টসে জিতে ফিল্ডিং নেয় বাংলা। পণ্ডিচেরী নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে। অধিনায়ক আমন খান পাঁচটি চার এবং সাতটি ছয়ের সাহায্যে করেন ৪০ বলে সর্বাধিক ৭৪ রান। যশবন্ত শ্রীরাম আউট হন ৩৪ বলে ৪৫ রান করে। মহম্মদ শামি ৪ ওভারে ৩৪ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন। বাংলার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ডট বল তিনিই দেন। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় জোড়া উইকেট পান। মুকেশ কুমার, আকাশ দীপ এবং প্রদীপ্ত প্রামাণিক কোনও উইকেট পায়নি।
