আজকাল ওয়েবডেস্ক: চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হলেও মাঠের বাইরের বিতর্ক এখনও থামছে না। নতুন করে ‘হ্যান্ডশেক-গেট’ কাণ্ড ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। খবর, ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ জানাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূর্যকুমার পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ভারতের ৭ উইকেটের জয়কে উৎসর্গ করেছিলেন ‘অপারেশন সিঁদুরে অংশ নেওয়া ভারতীয় সেনাদের’ এবং পাশাপাশি পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন।
পিসিবির মতে, এটি একটি রাজনৈতিক বার্তা, যা খেলার চেতনার পরিপন্থী। তবে এখানেই শেষ নয়। আরও জানা গিয়েছে, ম্যাচের আগে ও পরে ভারতীয় দল পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দনে অস্বীকৃতি জানায়। সাধারণত এই ধরনের করমর্দনকে ক্রীড়াসুলভ সৌহার্দ্যের প্রতীক হিসেবে দেখা হয়। পিসিবির প্রাক্তন সভাপতি ও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা সরাসরি ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আমার সবচেয়ে বড় আপত্তি ছিল ভারতের অধিনায়ক সূর্যকুমারের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের বক্তব্যে। সেটাই ছিল আসল বিতর্কের কেন্দ্রবিন্দু।’
এই প্রসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, রবিবারের মধ্যে চাইলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে পারবে পিসিবি। আগামী ২১ সেপ্টেম্বর ফের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন নজর থাকবে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন, খেলোয়াড়দের আচরণ এবং আইসিসি কী সিদ্ধান্ত নেয়, তার উপর। তার ওপর হ্যান্ডশেক বিতর্ক কাটার আগেই আবার সমস্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার তাঁদের বিরুদ্ধে কিটস দুর্নীতির অভিযোগ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আতিক উজ জামান সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের তুলোধোনা করেন।
চলতি এশিয়া কাপে যেসব কিটস ব্যবহার করা হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে যে জার্সি ব্যবহার করা হয়েছিল, তার মান নিয়ে প্রশ্ন তোলে আতিক। পিসিবির বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেন। বাকি দলগুলোর ড্রাই ফিট কিটস রয়েছে। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের জার্সি ঘামে ভিজে গিয়েছিল। দাবি করেন, কিটস উৎপাদনের টেন্ডার কোনও পেশাদার সংস্থাকে না দিয়ে নিজেদের বন্ধুদের দিয়েছে পিসিবির কর্তারা। নিজের এক্স হ্যান্ডেলে জামান লেখেন, 'পাকিস্তানের প্লেয়ারদের কিটস নিম্নমানের। জার্সির ভেতরে ঘামছিল ক্রিকেটাররা। বাকি সবাই ড্রাই ফিট জার্সি পরে খেলছে। এটাই হয় যখন বন্ধুরা টেন্ডার পায়, পেশাদাররা নয়। ঘামের থেকেও বেশি দুর্নীতি ঝরে পড়েছে।'
অন্যদিকে, আমিরশাহি ম্যাচের পর পাক অধিনায়ক আঘা সলমন বলেন, 'আমরা জিতেছি। তবে মাঝের ওভারগুলোতে আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। এটাই চিন্তার বিষয়। আমরা এখন কোনওক্রমে ১৫০ করছি। মাঝের ওভারে ভাল ব্যাট করতে পারলে, প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা ১৭০ রান পর্যন্ত পৌঁছতে পারব। শাহিন ব্যাট হাতে অনেক উন্নতি করেছে। বল হাতে বরাবরই ভাল।' দুর্বলতা জয় করে, আবার ভারতের মুখোমুখি হওয়ার জন্য তৈরি পাক অধিনায়ক। সলমন বলেন, 'আমরা যেকোনো চ্যালেঞ্জের জন্য তৈরি। গত চার মাসে আমরা যেভাবে খেলছি, আমরা যেকোনও দলের বিরুদ্ধে সাফল্য পেতে পারি।' রবিবার কি সবাইকে চমক দিতে পারবে পাকিস্তান?
