আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের ট্রফি এখন তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সদর দপ্তরে। কারণ, বিজয়ী দল ভারত তা গ্রহণ করতে অস্বীকার করায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) প্রধান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি সেটি মঞ্চ থেকে নিয়ে চলে যান। সূত্রের খবর, নকভির নির্দেশ অনুযায়ী ট্রফিটি এখন কাউকে দেওয়া বা সরানো যাবে না তাঁর অনুমতি ও উপস্থিতি ছাড়া।
গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করেছিল ভারত। কিন্তু সেই জয়ের পর মঞ্চে বিতর্ক দেখা দেয়। ভারতীয় দল নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। এরপরই লজ্জায় মাথা নিচু করে নকভি নিজেই ট্রফিটি নিয়ে চলে যান। নকভি শুধু পিসিবি-র প্রধানই নন, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। আর পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় রয়েছে।
এই প্রেক্ষাপটেই এশিয়া কাপ জুড়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন স্পষ্টভাবে ছায়া ফেলেছিল। ভারতীয় ও পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে করমর্দন না হওয়া থেকে শুরু করে ম্যাচ চলাকালীন নানা রাজনৈতিক ইঙ্গিত—সবই ঘটেছে সেই উত্তেজনার আবহে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ‘এখনও পর্যন্ত ট্রফিটি দুবাইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসেই আছে।
নকভির নির্দেশ স্পষ্ট, তাঁর অনুমতি ছাড়া ও উপস্থিতি ব্যতীত ট্রফি কাউকে দেওয়া যাবে না বা সরানোও যাবে না।’ সূত্রটি আরও জানায়, ‘নকভি বলেছেন, ভারতীয় দল বা বিসিসিআই-কে তিনি নিজেই ব্যক্তিগতভাবে ট্রফি হস্তান্তর করবেন। সেটা যখনই সম্ভব হোক না কেন।’ এই ঘটনায় ক্ষুব্ধ বিসিসিআই, যারা জানিয়েছে যে নকভির এই আচরণের বিরুদ্ধে তারা আগামী মাসে আইসিসি বৈঠকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলবে।
ক্রিকেট মহলে জল্পনা, নকভির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনকি তাঁকে আইসিসির ডিরেক্টর পদ থেকেও সরানো হতে পারে। এক সূত্রের ভাষায়, ‘বিসিসিআই পরিষ্কার করেছে, নকভির কোনও অধিকার ছিল না জোর করে নিজে ট্রফি হস্তান্তর করার বা তা বিসিসিআই-র কাছে পাঠাতে অস্বীকার করার। কারণ, ভারতই ছিল এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজক।’
রাজনৈতিক উত্তেজনা, কূটনৈতিক দূরত্ব এবং ব্যক্তিগত মর্যাদার সংঘাত সব মিলিয়ে চলতি বছরের এশিয়া কাপ ক্রিকেটের চেয়ে বেশি কিছু হয়ে উঠেছিল, আর তার প্রতীকী সাক্ষ্য হিসেবে এখন দুবাইয়ের এক আলমারিতে বন্দি রয়েছে সেই এশিয়া কাপ ট্রফি।
