আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের মহিলা দলের কোচ মহম্মদ ওয়াসিমের সঙ্গে চুক্তি নবীকরণ আর করবেন না বলে জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নকভি। 

মহিলাদের চলতি আইসিসি বিশ্বকাপে পাকিস্তান শোচনীয় পারফরম্যান্স করেছে। ওয়াসিমের পারফরম্যান্স আতস কাচের নীচে ফেলা হয়। তাঁর পারফরম্যান্সে একেবারেই খুশি নন নকভি।  

আরও পড়ুন: 'আজ ফেয়ারওয়েল ম্যাচ ছিল...', গম্ভীরের সঙ্গে রোহিতের কথাবার্তা উসকে দিল অবসর জল্পনা ...

গ্রুপ পর্বে পাকিস্তান কিন্তু তাদের সাতটি ম্যাচই হেরে গিয়েছে। প্রথম দল হিসেবে পাকিস্তান ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। পয়েন্ট টেবিলে আট দলের সাত নম্বর দল পাকিস্তান। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে বাংলাদেশ। 

পাকিস্তানের তিনটি ম্যাচ বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫ অক্টোবরের ইংল্যান্ড ম্যাচও। ওয়াসিমের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়। পাকিস্তানের অগ্রগতি দেখা যায়নি। গত বছর ওয়াসিমকে নিয়োগ করা হয়েছিল কোচ হিসেবে। তার পর থেকে পাকিস্তানের মহিলা ক্রিকেটের প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি। সেই কারণেই তাঁর সঙ্গে আর চুক্তি নবীকরণ করা হচ্ছে না। 

এদিকে মহসিন নকভি কিন্তু এশিয়া কাপ ফাইনালের পর থেকেই নিন্দিত ও নন্দিত। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। অথচ সূর্যকুমার যাদবের হাতেই তুলে দেওয়া হয়নি এশিয়া কাপ ট্রফি। ভারত ট্রফি জিতলেও নকভি ও তাঁর লোকজন ভারতের ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যান। যা ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকেও পর্যন্ত অবাক করে দেয়। 

 ভারত এখনও এশিয়া কাপ ট্রফি হাতে পায়নি। কবে মিটবে এই বিতর্ক?‌ কেউ জানে না। এদিকে, ভাঙলেও মচকাতে রাজি নন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। যদিও বিসিসিআইয়ের পত্রবোমার পর ভারতকে এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন পাক মন্ত্রী। তাঁর উপর যে চাপ বাড়ছে, সেটা ভালই বুঝতে পারছেন। কারণ, এই বিতর্কে বিসিসিআইয়ের পাশে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এবার কি নকভি ট্রফি ফেরত দেবেন? তিনি নানান শর্ত চাপাচ্ছেন বিসিসিআই-এর উপরে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এসিসি-র পরবর্তী সভায় নকভিকে তোপ দাগবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: রোহিত–কোহলির জন্য ঢালাও প্রশংসা, আর এক জনকে আলাদা কৃতিত্ব দিলেন গম্ভীর